প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে করাতে হবে আরটি-পিসিআর পরীক্ষা, বাধ্যতামূলক সকলের জন্য

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গেলে মানতে হবে নতুন নিয়ম। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর আগে এবার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হল। অর্থাৎ, কোভিড পরীক্ষার রিপোর্ট যদি নেতিবাচক আসে তবেই মিলবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ। ধীরে ধীরে ফের ভারতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশ জুড়ে ফের নতুন করে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় ভারতে ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি রাজধানী দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬। এদিকে কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। ধীরে ধীরে দেশ জুড়ে যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা পরিসংখ্যান দেখে স্পষ্ট হওয়া যায়। এরই মাঝে প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করার আগে এই নতুন নির্দেশ সামনে এসেছে।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের। তার সঙ্গে আরও সাত জন সাংসদেরও যাওয়ার কথা ছিল। এর পাশাপাশি রাজ্যের সব বিজেপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে নৈশভোজে। সবমিলিয়ে মোট ৭০ জন বিজেপি নেতানেত্রীর প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করার আগে সকলকে করাতে হচ্ছে কোভিড পরীক্ষা।

করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে হাসপাতালগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। করোনার পরিস্থিতির মোকাবিলা করতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা নিয়েও নজরদারি চালানো হচ্ছে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, প্রয়োজনীয় ওষুধ, ভেন্টিলেটর প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।

চিকিৎসকদের বর্তমানে ফের দিল্লির করোনা পরিস্থিতি চিন্তায় ফেলেছে। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে শঙ্কায় কেন্দ্র সরকারও। এরই মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। যদিও, চিকিৎসকদের একাংশের মতে, এখনই ভয় পাওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

error: Content is protected !!