পলাশের ‘আসল রূপ’ প্রকাশে মেরি ডি’কোস্টার দাবি—কেন শেয়ার করেছিলেন স্ক্রিনশট? খুললেন মুখ

বিয়ের আগে পলাশ মুচ্ছলের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে শুরু হয়েছিল জল্পনা-কল্পনার ঝড়। একাধিক মহিলার সঙ্গে তাঁর যোগাযোগের কথা সামনে আসে, যার মধ্যে অন্যতম নাম ছিল কোরিয়োগ্রাফার বলে পরিচিত মেরি ডি’কোস্টা। সমাজমাধ্যমে পলাশ ও মেরির কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। নানা সমালোচনা, কটাক্ষ ও অভিযোগে মেরি হয়ে ওঠেন নজরবিন্দু। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন তিনি।

মেরি ডি’কোস্টা জানান, তাঁর ও পলাশের মধ্যে যে কথোপকথন সামনে এসেছে তা ২০২৫ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে ঘটে। মাত্র এক মাসের মতো যোগাযোগ ছিল তাঁদের মধ্যে। তিনি স্পষ্ট করে বলেন, কখনওই পলাশের সঙ্গে দেখা হয়নি তাঁর, কোনও ঘনিষ্ঠতা বা সম্পর্কেও তিনি জড়াননি। তাঁর কথায়,
“আমি চাইনি আমার পরিচয় প্রকাশ্যে আসুক। আমি কাউকে আক্রমণ করিনি, কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপও করিনি। শুধু মনে হয়েছিল মানুষের সত্য জানা উচিত।”

পলাশ–স্মৃতি মন্ধানার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের কোরিয়োগ্রাফার তাঁরাই ছিলেন—এই দাবি ছড়ালেও মেরি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান,
“সঙ্গীত অনুষ্ঠানে যিনি নাচ শেখাচ্ছিলেন, তিনি আমি নই। সেই মহিলার সঙ্গেই পলাশের গোপন যোগাযোগ ছিল। মানুষ ভুল করে আমাকে তাঁর সঙ্গে মিলিয়ে ফেলেছে।’’

বিতর্কিত স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই মেরির বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করে। কটাক্ষ, ব্যক্তিগত আক্রমণ ও বাজে মন্তব্যে অতিষ্ঠ হয়ে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যক্তিগত করে দেন। গলায় আক্ষেপের সুর ফুটে ওঠে—
“আমি ভাবিনি আমাকে এভাবে আক্রমণ করা হবে। কথোপকথন দেখলেই বোঝা যায়, আমি কোনওভাবেই এগোইনি। তবু আমাকে দোষী বানানো হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না।”

মেরি আরও জানান, স্মৃতি মন্ধানার কোনও ক্ষতি তিনি করতে চাননি। ক্রিকেটের ভক্ত হওয়ায় এবং স্মৃতি মন্ধানাকে পছন্দ করার কারণেই তিনি মনে করেছিলেন, সত্যিটা প্রকাশ করা উচিত।
“কোনও মহিলার ক্ষতি আমি করতে পারব না—তিনি খ্যাতনামা হোন বা সাধারণ কেউ,”—বলেই নিজের অবস্থান স্পষ্ট করেন মেরি।

বিতর্ক যতই ঘনীভূত হোক, মেরির দাবি একই—
তিনি কোনও অসৎ উদ্দেশ্যে স্ক্রিনশট প্রকাশ করেননি, কেবল সত্য তুলে ধরতেই এগিয়েছিলেন।

আরও পড়ুন
‘মিলন হবে কতদিনে’–র বিশেষ চরিত্রে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক