অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে পাঁজরের চোটে আক্রান্ত শ্রেয়স আইয়ার এখন সিডনির হাসপাতালে আইসিইউতে ভর্তি। বিসিসিআই জানিয়েছে তিনি স্থিতিশীল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার পরই গুরুতর চোট পেলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফিল্ডিংয়ের সময় অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে তার বাম পাঁজরে আঘাত লাগে। মুহূর্তের মধ্যেই তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তার প্লীহাতেও আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, “২৫ অক্টোবর সিডনিতে ফিল্ডিংয়ের সময় আইয়ারের বাম পাঁজরে চোট লাগে। স্ক্যানে প্লীহায় আঘাতের চিহ্ন মিলেছে। তিনি চিকিৎসাধীন, স্থিতিশীল এবং দ্রুত সেরে উঠছেন।” বোর্ডের মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে তার চিকিৎসা চালাচ্ছে।
সূত্রের খবর, গত দুই দিন ধরে আইয়ার আইসিইউতে রয়েছেন। সংক্রমণ ঠেকাতে তাকে কমপক্ষে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁজরের হাড় ভাঙা ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মাঠে ফিরতে সময় লাগবে। কবে ফিরবেন, তা এখনই বলা সম্ভব নয়।
তৃতীয় ওডিআইতে ব্যাট করতে না পারলেও রোহিত শর্মা (১২১*) ও বিরাট কোহলির (৭৪*) জুটিতে ভারত ৯ উইকেটে জয় পেয়ে সিরিজ হোয়াইটওয়াশ এড়ায়। শ্রেয়স আইয়ার ছিলেন এই সিরিজের সহ-অধিনায়ক, যেখানে ভারত ১-২ ব্যবধানে পরাজিত হয়।
Medical update on Shreyas Iyer. Details 🔽 #TeamIndia | #AUSvIND https://t.co/8LTbv7G1xy
— BCCI (@BCCI) October 27, 2025
খবর
সোমবার সোনার দাম বড় পতনে, দেখুন আজ কত বিক্রি হচ্ছে
#ShreyasIyer #BCCI #IndiaVsAustralia #CricketInjury #ICU #TeamIndia #Sydney #ODI #RohitSharma #ViratKohli
