Mimi: ডাক শুনে কেউ না আসলে একলা চলার পরামর্শ মিমির! জানুন নেপথ্য কারণ

Mimi: যদি ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলার পরামর্শ দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। হয়তো অনেকেই অবাক হচ্ছেন ভাবছেন হঠাৎ করে এমন কথা কেন বলতে গেলেন তিনি? তাহলে কি তার জীবনে কেউ আঘাত করেছে? তবে আসল বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে মূলত একটি বিজ্ঞাপনী শ্যুটের বিভিন্ন ঝলক উঠে এসেছে। শুরুতে দেখা যায় তিনি বসে বসে গুনগুন করে গাইছেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে।’ আসলে ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি দুর্দান্ত একজন শিল্পী।

এতো কাজের ফাঁকে টুকটাক গান গাইতেও দেখা যায় তাকে। এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও গাইতে যান তিনি। এরপরে দেখা যায় একাধিক সোনার গয়না পরে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন। সব কটিতেই তার আভিজাত্য ফুটে উঠেছিল। একটি নামকরা সংস্থার হয়ে তিনি এই শ্যুট করেছেন।

আর তার ফাঁকে ফাঁকে বিভিন্ন সদস্যদের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জীবন, কাজ, আনন্দ।’ অর্থাৎ তার কাছে জীবন মানেই কাজ আর কাজেই তিনি সবথেকে বেশি আনন্দ খুঁজে পান। যে কোনো কাজই তিনি ভরপুর উপভোগ করেন।

তবে এসবের পাশাপাশি নিজের জন্য সময় রাখতেও কিন্তু ভোলেন না। বাড়ির পোষ্য থেকে শুরু করে পরিবারের সদস্য প্রত্যেকের সাথে তিনি যথেষ্ট সময় কাটান। এমনকি পুজোতেও ভরপুর আনন্দ উপভোগ করেন। বন্ধুবান্ধব, পরিবারের সদস্য মিলে হৈ হৈ করে থাকতেই পছন্দ করেন এই অভিনেত্রী।

#Mimi #Tollywood

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়