জীবনযাত্রার সহজ পদ্ধতি অল্প কথায় বর্ণনা করলেন মিমি! রইলো তালিকা

জীবনযাপনের সহজ পদ্ধতি বর্ণনা করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। খুব অল্প কথায় তিনি বুঝিয়ে দিলেন কীভাবে একটি সুন্দর জীবন লাভ করা যায়। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশিভালোই সক্রিয় থাকেন এই অভিনেত্রী। যেখানে তার ব্যক্তিগত জীবন থেকে অন্যান্য মুহূর্তগুলি ফুটে ওঠে।

কাজের পাশাপাশি তিনি জীবনকে কীভাবে উপভোগ করছেন সবকিছু তুলে ধরেন অনুগামীদের সাথে। সম্প্রতি সেখানে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কখনো গাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কখনো পোষ্যদের সাথে সময় কাটাচ্ছেন।

ছবিগুলিতে বেশিরভাগ সময়ই তাকে তার প্রিয় পোষ্যদের সাথে আদুরে মূহুর্ত কাটাতে দেখা গিয়েছে। এছাড়াও সেখানে রয়েছে ঘরোয়া খাবার ভাত, চিকেন, থেকে শুরু করে খিচুড়ি-লাবড়া, ঝালমুড়ি। একইসাথে তার পছন্দের ফুলগুলিও তুলে ধরেছেন। কখনো একগুচ্ছ গোলাপ আবার কখনো অন্যান্য ফুল।

ক্যাপশনে লিখেছেন, ‘খাও, প্রার্থনা করো, ভালোবাসো, কাজ করো, ঘুমাও’। যার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন কীভাবে একটি সামঞ্জস্যপূর্ণ জীবন লাভ করা যায়। যেখানে ভালোবাসার মানুষেরাও থাকবেন আবার থাকবে ঈশ্বরের প্রতি প্রার্থনা। শুধু তাই নয় সেখানে পছন্দের খাবারগুলিও থাকবে। তবে কাজ এবং ঘুমকেও ভুললে চলবে না।

তার এই ছবিগুলো দেখার পর বেশ ভালো লেগেছে সকলের। প্রত্যেকের মুখে একটাই কথা কীভাবে আনন্দের সাথে জীবন উপভোগ করা যায় তা এই অভিনেত্রীকে দেখে শেখা উচিত। কারণ, তিনি কাজের পাশাপাশি প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে ভোলেন না। উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে তার আগামী সিনেমা ‘রক্তবীজ ২’এর ট্রেলার। যেটি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

error: Content is protected !!