নীল গাউনে লাস্যময়ী মিমি, চোখ সরাতে পারছেন না ভক্তরা! দেখুন আগুন ঝরানো সেইসব ছবি

নীল গাউনে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী! তাকে দেখার পর চোখ সরাতে পারছেন না ভক্তরা। ইদানীং সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় দেখা যায় মিমিকে। নিজের বিভিন্ন ফটোশ্যুট, ভিডিও থেকে শুরু করে দর্শকদের সাথে কথোপকথনেও মেতে ওঠেন তিনি।

সম্প্রতি কয়েকটি আগুন ঝরানো ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় নীল রংয়ের একটি গাউন পরেছেন তিনি। যেটি মূলত শাড়ির মতোন দেখতে। তবে সেখানে কোনো আঁচল নেই, ফলে উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশ কিছুটা অংশ।

বেশ কয়েকটি আবেদনময়ী ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কাছাকাছি।’ তাকে এইভাবে দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষ একটা কথাই বলেছেন তার উপর থেকে চোখ সরানো দায়, এতোটাই আকর্ষণীয় লাগছে তাকে দেখতে।

অন্যদিকে কাজ নিয়েও বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে তার আগামী সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’র শ্যুটিং চলছে। যেখানে তার বিপরীতে কাজ করবেন বনি সেনগুপ্ত। ‘উইন্ডোজ প্রোডাকশন’এর ব্যানারে সিনেমাটি তৈরি হতে চলেছে। যেখানে অন্য ধরনের ভূতের কাহিনী দেখতে পারবেন দর্শকেরা।

অন্যদিকে এই প্রোডাকশনেরই আরো একটি প্রোজেক্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আগামী পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। যেখানে পরিচিত সংযুক্তা মিত্রকে দেখতে পারবেন দর্শকেরা। প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি টিজার পোস্ট করে লেখা হয়, ‘অসুর দলে দামাম বাজে, আসছে দেবী যুদ্ধ সাজে।’ সব মিলিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

error: Content is protected !!