Mimi: এখনো পুজোর রেশ কাটেনি! মনখারাপি পোস্ট মিমির

Mimi: এখনো পুজোর ঘোর কাটেনি অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi)। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করে তেমন কথাই তিনি জানালেন ভক্তদের। সাথে এও জিজ্ঞেস করলেন তার মতোন কে কে রয়েছেন যাদের এখনো মানসিকভাবে পুজোর রেশ কাটেনি? বাড়িতে আড়ম্বরের সাথে পুজো হয় এই অভিনেত্রীর।

ফলস্বরূপ অন্যদের তুলনায় তার একটু বেশিই আনন্দ হওয়ার কথা। কারণ, পুজোর এই কয়েকটা দিন সকল আত্মীয়-স্বজন মিলে হই হই করে আনন্দ করা যায়। খাওয়া-দাওয়া, আড্ডা সবমিলিয়ে এলাহি ব্যাপার। তবে পুজোর আগে আয়োজনে যতটা আনন্দ হয় তারপরে ততটাই বিষাদ কাজ করে।

আরও পড়ুন,
ভাঙল ১২৫ বছরের রেকর্ড, তুমুল বৃষ্টিতে জল জমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে, বিধ্বস্ত জনজীবন

তেমনটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। তাইতো পুজো শেষ হয়ে যাওয়ার পরেও এখনো তিনি মানসিকভাবে তা থেকে বেরিয়ে আসতে পারেননি। এদিন একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে কখনো দেখা যাচ্ছে মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো ভালো ভালো খাবার প্লেটে সাজানো রয়েছে।

আরও পড়ুন,
৫৮ বছরে ফের বাবা হলেন আরবাজ খান, পুত্র নাকি কন্যা সন্তান এলো ঘরে?

শুধু তাই নয় বন্ধুদের সাথে আড্ডা দিতেও দেখা গিয়েছে তাকে। আর ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার মতো কে কে রয়েছো যাদের এখনো মানসিকভাবে পুজোর রেশ কাটেনি?’ যা দেখার পর সকলেই উত্তর দিয়েছেন যে তারা এখনো পর্যন্ত পুজোর রেশ কাটিয়ে উঠতে পারেননি।

উল্লেখ্য, পুজোর প্রত্যেকটা দিন একগুচ্ছ করে ছবি পোস্ট করেছেন তিনি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তিনি কী কী করেছেন তার সবটাই ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে। অষ্টমীর লুচি খাওয়া থেকে শুরু করে দশমীতে সিঁদুরখেলা সবমিলিয়ে প্রচুর আনন্দে কাটিয়েছেন এই ক’টা দিন।

আরও পড়ুন,
Kanchan-Sreemoyee: ‘পুরনো চাল ভাতে বাড়ে’..স্ত্রীকে নিয়ে একী জানালেন কাঞ্চন? জানুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক