Mimi: পরনে নীল ডেনিম, সাদা টি-শার্ট এবং নীল জ্যাকেট! রীতিমতো বস লেডি রূপে ধরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তার এই ছবিগুলি পোস্ট করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পুজোর সময় থেকে তাকে ভারতীয় সাজেই দেখে আসছেন ভক্তরা। এবার তাতেই যেন পরিবর্তন আনলেন মিমি।
দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো সবমিলিয়ে শাড়িতে দেখা গিয়েছে তাকে। একেকদিন একেক রকমের শাড়ি, সালোয়ার পরে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। এবার ধরা দিলেন ওয়েস্টার্ন পোশাকে। আর তাতে বাড়িয়ে তুললেন উষ্ণতা। এদিন একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে বিভিন্ন আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন। কখনো অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছেন আবার কখনো ক্যামেরার দিকে, সবমিলিয়ে তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। আর ক্যাপশনটিও লিখেছেন বেশ নজরকাড়া। লিখেছেন, ‘ক্ষমতার সুতো নীলে বোনা।’
অর্থাৎ এই নীল ডেনিমে তার শক্তিশালী নারী রূপের বার্তা দিতে চেয়েছেন তিনি। পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তিনি যেমন শাড়িতে অপরূপা, তেমনি ওয়েস্টার্ন পোশাকে আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোরকম সক্রিয় থাকেন তিনি। নিত্যদিন পোস্ট করেন নিজের নানান ছবি থেকে শুরু করে ভিডিও। একান্তে সময় উপভোগ করতে বেশ পছন্দ করেন তিনি। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অন্যদিকে খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন সিনেমা করেছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। তিনি ছাড়াও তাতে রয়েছেন বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, কাঞ্চন মল্লিক প্রমুখরা।
আরও পড়ুন
ইউভান-ইয়ালিনি নয়, প্রথম সন্তানকেই নিজের পদবি দিয়েছেন শুভশ্রী, কে সে? জানুন
#Mimi #Denim
