সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সাম্প্রতিক পোস্ট ঘিরে বিভ্রান্ত ভক্তরা। লিখলেন, “মেঘালয়ে আছি”, কিন্তু আসলে কলকাতার বৃষ্টিকে নিয়েই মজার ব্যঙ্গ!
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় জিতু কমল। নিজের জীবনের নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। অডিয়েন্স স্টার নামে পরিচিত এই অভিনেতার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জোর আলোচনা।
জিতু লিখেছেন, “২০২৫ সালের শুরুতে মেঘালয়ে এসে থাকতে শুরু করি। তারপর আর কলকাতা যাওয়া হয়নি…”। এই কথাতেই বিভ্রান্ত হয়ে পড়েন অনুরাগীরা। দুর্গাপুজো-কালিপুজোয় তো তাঁকে কলকাতাতেই দেখা গেছে, তাহলে তিনি মেঘালয়ে কবে গেলেন?
তবে পরে জানা যায়, জিতু আসলে ব্যঙ্গ করেই এই পোস্টটি করেছেন। সকাল থেকে একটানা বৃষ্টিতে কলকাতা যেন মেঘালয়ের রূপ নিয়েছে— সেই মজার ছলেই অভিনেতা লিখেছেন পোস্টটি। বৃষ্টির শহর কলকাতাকে তিনি ঠাট্টার ছলে ‘মেঘালয়’ বলেছেন।
তবে মজার ছলেই হোক, পোস্টের মধ্যে তিনি টলিউডের লবিবাজি প্রসঙ্গও টেনে এনেছেন। ইন্ডাস্ট্রিতে প্রতিভা থাকা সত্ত্বেও অনেকেই নাকি সুযোগ পান না, সেটি আভাসে বুঝিয়েছেন অভিনেতা।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি জিতু ঘোষণা করেছেন তাঁর নতুন ছবি ‘মানুষ: দ্য সার্চ উইদিন’-এর কথা। সেখানে আবারও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
#JituKamal #Tollywood #KolkataRain #Meghalaya #BengaliActor #JeetKamalNews #ManushTheSearchWithin #Srabanti #BengaliCinema #SocialMediaBuzz
