এয়ার ইন্ডিয়া এরোপ্লেনে বোমাতঙ্ক! মধ্য আকাশ থেকে তাড়াতাড়ি রুট বদলে জরুরি অবস্থায় এরোপ্লেন নামানো হলো দিল্লি বিমানবন্দরে। পর্যটকদের এরোপ্লেন থেকে তাড়াতাড়ি করে নামানো হয়েছে। এরোপ্লেনকে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্পূর্ণ ঘটনাটিকে কেন্দ্র করে অনেক হইচই ছড়িয়েছে।
জানা যায়, এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে নিউইয়র্কগামী এরোপ্লেনে বোমা রাখা আছে বলে সংবাদ আসে। সাথে সাথে এরোপ্লেনের সাথে সংযোগ করা হয়। পর্যটনদের নিরাপত্তার কথা ভেবে তাড়াতাড়ি করে এরোপ্লেনের রুট পরিবর্তন করে দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্টে নামানো হয় এরোপ্লেন।
এয়ারপোর্টের সূত্রের সংবাদ, রাত দুটোর সময় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ন্যাশনাল এয়ারপোর্ট থেকে এরোপ্লেনটি ওড়ানো হয়।
নিউইয়র্কের দিকে গমন আরম্ভ করতেই আকস্মিকভাবে সংবাদ আসে, এরোপ্লেনে বোমা রাখা আছে। সাথে সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মাধ্যমে এরোপ্লেনে সংবাদ দেওয়া হয়। তারপরেই এরোপ্লেনটি ঘুরিয়ে দিল্লি এয়ারপোর্টে নামানো হয়।
বর্তমানে এরোপ্লেনটির পর্যবেক্ষণ করা হচ্ছে বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লির পুলিশ। পর্যবেক্ষণ করা হচ্ছে পর্যটকদের পরিচয়পত্রও। তবে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত এরোপ্লেনে তেমন সন্দেহজনক কিছু দেখা যায়নি বলেই সংবাদ। এই বিবরণে এয়ারলাইন্সের পক্ষেও কোন ব্যাখ্যা ঘোষণা করা হয়নি।