যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার সঙ্গীত পরিচালক সচিন সাংঘভী

‘সচিন-জিগর’ জুটির সদস্য সচিন সাংঘভীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ২৯ বছর বয়সি মহিলার অভিযোগে গ্রেফতার হলেও কিছুক্ষণের মধ্যেই জামিন।

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি ‘সচিন-জিগর’-এর সদস্য সচিন সাংঘভীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ বছর বয়সি এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তৎপর হয় পুলিশ এবং সচিনকে আটক করে। তবে কিছুক্ষণের মধ্যেই জামিন পান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই সচিনকে হেফাজতে নেওয়া হয়। পরে প্রাথমিক তদন্তের পর তাঁকে জামিন দেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

সচিনের আইনজীবী আদিত্য মিঠে জানিয়েছেন, “আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোনও প্রমাণ নেই। পুলিশ বেআইনি ভাবে আটক করেছিল, তাই তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।”

বিনোদন
Mimi: ডাক শুনে কেউ না আসলে একলা চলার পরামর্শ মিমির! জানুন নেপথ্য কারণ

সচিন সাংঘভী ও জিগর সরইয়া দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন বলিউডে। তাঁদের জনপ্রিয় সৃষ্টির মধ্যে রয়েছে ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’, ‘পরম সুন্দরী’, ‘তেরে ওয়াস্তে’ ও ‘ফির অউর কেয়া চাহিয়ে’ মতো হিট গান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘থামা’-তেও তাঁরা সঙ্গীত পরিচালনা করেছেন।

বিনোদন
প্রকাশ্যে এল আসল সত্যি, মালাইকার জন্মদিনে এই গোপনা তথ্য ফাঁস করলেন বোন অমৃতা

#SachinJigar #SachinSanghvi #BollywoodNews #SexualHarassment #MusicDirector #IndianCinema #EntertainmentNews #BollywoodUpdate

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয়