এবার চর্চায় উঠে এলেন রকস্টার সিনেমা খ্যাত অভিনেত্রী নার্গিস ফকরি। তার বোন আলিয়া ফকরির বিরুদ্ধে গুরুতর খুনের অভিযোগ উঠেছে। আর তাতেই আলোচনায় উঠে এসেছেন নার্গিস ফকরি। নার্গিস ফকরির বোন আলিয়া ফকরির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ উঠে এসেছে। জানা যাচ্ছে, আলিয়া তার প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করেছেন। আর এরপরই আলোচনায় যেমন উঠে এসেছেন আলিয়া তেমনই নার্গিস।
তবে বোনের এই খুনের ঘটনায় কোনওরকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী নার্গিস ফকরি। জানা যাচ্ছে, তিনি নাকি বোনের এই খবর সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছেন। জানা যাচ্ছে, নার্গিস তার বোনের সঙ্গে ২০ বছর আগে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেন। তার বোনের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেন না নার্গিস। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তার আগামী ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে।
নার্গিস তার বোনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে তার আসন্ন ছবির ঝলক পোস্ট করে তিনি লিখেছেন, “আমরা আসছি।” তার সঙ্গে রয়েছেন আরও দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ় ও সোনম বাজওয়া।
নার্গিসের তার বোনের সঙ্গে কেনো কোনওরকম সম্পর্ক নেই তা জানা যায়নি। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নার্গিসের বোন আলিয়া আমেরিকার বাসিন্দা। নিউ ইয়র্কের কুইনসে তার জন্ম। সেখানে বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকব্স নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। পরে ওই তরুণ নতুন করে সম্পর্কে জড়ান।
আর প্রাক্তন প্রেমিকের এই খবর জানতে পারেন আলিয়া। আর তা তিনি মেনে নিতে পারেননি। অবশেষে প্রতিশোধ নিতে উদ্যত হন তিনি। গত ২রা নভেম্বর জ্যাকব্সের বাড়িতে আগুন লাগে। সেইসময় বাড়িতে জ্যাকব্স ও তার প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও ছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এটি নিছক দুর্ঘটনা নয়। ঘটনায় আলিয়াকে গ্রেফতার করে পুলিশ।