সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন তরুণী সাদা ফ্রকের উপর কালো ডটেট ড্রেস পরে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে ছবি তুলছেন। তবে যে ভিডিও দেখা গিয়েছে তাতে দেখা যাচ্ছে হার্দিক তার কাঁধে হাত দিয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন কিন্তু ওই তরুণী যেনো বিশ্বাস করতে পারছেন না তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের সঙ্গে ছবি তুলছেন।
তরুণী নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছেন। আর এরপর থেকেই তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেট দুনিয়ার অনেকের মনেই নানান কথা দানা বেঁধেছে। তবে কি সত্যিই হার্দিকের সংসার ভাঙনের পথে? জানা যাচ্ছে, ওই তরুণীর নাম প্রাচী। তিনি সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে হার্দিকের সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে। এরপর দেখা যায় পাশাপাশি দু’জনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন।
ছবি ও ভিডিওটি পোস্ট করে প্রাচী সমাজ মাধ্যমে লিখেছেন, “বিশ্বকাপের নায়কের সঙ্গে সাক্ষাৎ”। এরপর তিনি আবার লেখেন, “আমায় কেউ চিমটি কাটো প্লিজ়”। অর্থাৎ তিনি যে বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটারের সঙ্গে ছবি তুলছেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। এই ছবি ও ভিডিও পোস্ট করে প্রাচী জুড়ে দেন “ফ্যানগার্ল মোমেন্ট” কথাটিও৷
এদিকে হার্দিকের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট হওয়ার পর রাতারাতি নানান সমালোচনায় জড়িয়ে পড়েন ওই তরুণী। অনেকেই মনে করছেন হার্দিক ও নাতাশার সংসার ভাঙনের পিছনে হাত রয়েছে ওই তরুণীর। এরপর অনেকেই হার্দিকের স্ত্রী নাতাশার প্রতি সমবেদনা জানিয়েছেন। বেশ কয়েকমাস ধরে নাতাশা ও হার্দিকের সম্পর্ক নিয়ে নানান টানাপোড়েন চলছে বলে শোনা গিয়েছে।
খেলার মাঠে হোক কিংবা বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। এরপর বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়। তবে হার্দিকের পাশে এমন সময় প্রাচীকে দেখা যাওয়ায় জল্পনা ক্রমে বেড়ে গিয়েছে। কিন্তু প্রাচী নিজেকে একজন সাধারণ ক্রিকেট ভক্ত বলেই মনে করেন। সে পেশায় একজন রূপটান শিল্পী। তার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ৫ লক্ষ ফলোয়ার৷ দেশ ও বিদেশে ঘুরতে ভালোবাসেন প্রাচী।