সম্প্রতি এবার উরফি জাভেদের সাথে তুলনা করা হলো জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। নেটিজেনদের অভিযোগ উরফির ফ্যাশনকে নাকি প্রচার করছেন তিনি। জাহ্নবী বেশ কিছুদিন ধরে সক্রিয় ছিলেন আম্বানিদের বিয়েতে।
প্রত্যেকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাকে প্রেমিক শিখর পাহাড়িয়ার সাথে। এমনকি দু’জনকে একসাথে নাচের তালেও তাল মেলাতে দেখা গিয়েছে। সেসব অনুষ্ঠান পেরিয়ে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি ‘উলঝ’ সিনেমার প্রচারে দেখা গিয়েছে তাকে।
সেখানে এমন একটি পোশাক পরেছেন যেটা দেখে সকলে বলছেন সেটি নাকি উরফি জাভেদের মতোন। এদিন তাকে দেখা যায় একটি করসেট জাতীয় পোশাক পরতে। যার ওপরের দিকটা ব্লেজারের মতোন এবং নীচে রয়েছে একটি লম্বা স্লিট।
এই পোশাকটা অনেকটাই উরফির পোশাকের মতোনই মনে করেছেন সকলে আসলে এখানে উরফির প্রসঙ্গ আসার কারণ হলো তিনি হলেন এমন এক সোশ্যাল মিডিয়া প্রভাবী যিনি নিজের পোশাকের কারণে চর্চায় থাকেন। অদ্ভুত সব পোশাক পরে চমকে দেন সকলকে।
এই নিয়ে বারবার ট্রোলিংয়ের সম্মুখীন হলেও কখনো বিষয়টি নিয়ে তোয়াক্কা করেননি তিনি বরং নিজের ফ্যাশন স্টাইল বজায় রেখেছেন। সেরকমই এই পোশাকটি দেখে অনেকেই তার সাথে তুলনা করেছেন। যদিও এই বিষয়ে কোনো কথাই বলেনি জাহ্নবী।
উল্লেখযোগ্য, কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ সিনেমায়।। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এবার ‘উলঝ’ সিনেমা তার অভিনয় কেমন হবে তা সময়ই বলবে।