এবার শাশুড়ি হতে চলেছেন ‘দিদি নম্বর ওয়ান’? বিয়ে করছেন অভিনেত্রী রচনার ছেলে?

kmc 20240717 093016

একদিকে যেমন তিনি অভিনেত্রী, টেলিভিশন শো সঞ্চালিকা, লোকসভার সাংসদ এবং একমাত্র ছেলের মা। এবার উঠে এলো তার শাশুড়ি হওয়ার প্রসঙ্গ! হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলছি টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির সম্পর্কে। দীর্ঘদিন ধরে ‘দিদি নাম্বার ওয়ান’ শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি।

এই দৌলতে একাধিক সময় অন্যান্য তারকারাও তার শো’তে এসে উপস্থিত হন। সেরকমই এক অভিনেত্রী এসে তার ছেলের বিয়ের প্রসঙ্গ তোলেন। একমাত্র ছেলে প্রণীলকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। কাজের পাশাপাশি মাঝেমধ্যেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন বিশ্বের এদিক ওদিক।

যে ছবি মাঝেমধ্যেই আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে হাজির হয়েছিলেন আরেক অভিনেত্রী মানসী সিনহা। এদিন তিনি রচনার উদ্দেশ্যে বলেন, ‘এই তোর ছেলের কবে বিয়ে দিবি রে?’ যা শুনে রীতিমতো চমকে যান রচনা।

কারণ, তার ছেলে সবেমাত্র স্কুলে পড়াশোনা করছে। এরই মাঝে তার বিয়ের কথা শুনলে যে কোনো মা’ই অবাক হবেন। এরপরে মানসী বলেন শাশুড়ি হলে তবেই রচনাকে বয়স্ক লাগবে। কারণ, তাকে দেখে বোঝাই যায় না যে দিন দিন তার বয়স বাড়ছে।

সত্যিই যেন তাই প্রসেনজিৎ, মিঠুন থেকে শুরু করে দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে আজও তার জৌলুস একই রকম রয়ে গিয়েছে। তার ফিটনেস এবং সৌন্দর্য্য টেক্কা দিতে পারে কমবয়সী অভিনেত্রীদের। আসলে কঠোর নিয়ম এবং শরীরচর্চার মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন অভিনেত্রী।