মেলবোর্ন টেস্টে ৪৭৪ রানের বোঝাতে যখন তৃতীয় দিনের শুরুতে মাঠে প্রতিপক্ষের কাছে ধুকতে শুরু করেছে ভারত সেইসময় মাঠে নেমে দলকে অক্সিজেন দিলেন যিনি তিনি হলেন নীতিশ কুমার রেড্ডি। আর তার এই সাফল্য গ্যালারিতে বসে চাক্ষুষ করলেন তার বাবা মুত্যালা রেড্ডি। বিদেশের মাটিতে ছেলের এমন সাফল্য তা আবার দেশের হয়ে, বাবা মুত্যালাকে যেনো গর্বে বুক ফুলিয়ে দিলো।
সন্তানের এহেন সাফল্য দেখার চেয়ে আনন্দের মূহুর্ত আর আছে নাকি। এদিকে অর্ধশত রান করতেই নীতিশ পুষ্পা স্টাইলে মাঠে দাঁড়িয়ে করলেন সেলিব্রেশন। তাকে প্রথম একাদশে রাখা নিয়ে নানান মতামত শোনা গিয়েছিল। কিন্তু মাঠে ব্যাট হাতে সুযোগ পেতেই নিজের কোনও খামতি রাখেননি তিনি।
বর্ডার গাভাসকর সিরিজে নিজেকে প্রমাণ করেছেন নীতিশ। মাঠে যখন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার মতন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ল সেইসময় মাঠে নামেন নীতিশ। তার সঙ্গে ব্যাট করতে নামে ওয়াশিংটন সুন্দর। এরপর ৮১ বলে নীতিশ করে ওঠেন অর্ধশত রান। আর এরফলে ভারতকে ক্রমশ চাপের পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসেন তিনি।
"𝙈𝙖𝙞𝙣 𝙟𝙝𝙪𝙠𝙚𝙜𝙖 𝙣𝙖𝙝𝙞!" 🔥
The shot, the celebration – everything was perfect as #NitishKumarReddy completed his maiden Test fifty! 👏#AUSvINDOnStar 👉 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/hupun4pq2N
— Star Sports (@StarSportsIndia) December 28, 2024
পাঁচ দিনের ক্রিকেটে প্রথমবার অর্ধশত রান করে সেটি সেলিব্রেট করলেন নিজস্ব ভঙ্গিতে। ‘পুষ্প’ ছবিতে আল্লু অর্জুনের স্টাইলে নিজের রানকে সেলিব্রেট করলেন নীতিশ। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বসিত নীতিশের বাবা। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নীতিশ এরপর অর্ধশত রান করে অনিল কুম্বলের মাইলস্টোন স্পর্শ করে ফেলেন। আট নম্বরে নেমে অর্ধশত রান করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে পারথ টেস্টে ৪১ ও ৩৮ রানে নটআউট ছিলেন তিনি।