‘ঝুকেগা নহি’, অর্ধশত রান করে ‘পুষ্পা’ স্টাইলে সেলিব্রেশন নীতিশের, গ্যালারিতে উচ্ছ্বসিত বাবা

মেলবোর্ন টেস্টে ৪৭৪ রানের বোঝাতে যখন তৃতীয় দিনের শুরুতে মাঠে প্রতিপক্ষের কাছে ধুকতে শুরু করেছে ভারত সেইসময় মাঠে নেমে দলকে অক্সিজেন দিলেন যিনি তিনি হলেন নীতিশ কুমার রেড্ডি। আর তার এই সাফল্য গ্যালারিতে বসে চাক্ষুষ করলেন তার বাবা মুত্যালা রেড্ডি। বিদেশের মাটিতে ছেলের এমন সাফল্য তা আবার দেশের হয়ে, বাবা মুত্যালাকে যেনো গর্বে বুক ফুলিয়ে দিলো।

সন্তানের এহেন সাফল্য দেখার চেয়ে আনন্দের মূহুর্ত আর আছে নাকি। এদিকে অর্ধশত রান করতেই নীতিশ পুষ্পা স্টাইলে মাঠে দাঁড়িয়ে করলেন সেলিব্রেশন। তাকে প্রথম একাদশে রাখা নিয়ে নানান মতামত শোনা গিয়েছিল। কিন্তু মাঠে ব্যাট হাতে সুযোগ পেতেই নিজের কোনও খামতি রাখেননি তিনি।

বর্ডার গাভাসকর সিরিজে নিজেকে প্রমাণ করেছেন নীতিশ। মাঠে যখন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার মতন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট পড়ল সেইসময় মাঠে নামেন নীতিশ। তার সঙ্গে ব্যাট করতে নামে ওয়াশিংটন সুন্দর। এরপর ৮১ বলে নীতিশ করে ওঠেন অর্ধশত রান। আর এরফলে ভারতকে ক্রমশ চাপের পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসেন তিনি।

পাঁচ দিনের ক্রিকেটে প্রথমবার অর্ধশত রান করে সেটি সেলিব্রেট করলেন নিজস্ব ভঙ্গিতে। ‘পুষ্প’ ছবিতে আল্লু অর্জুনের স্টাইলে নিজের রানকে সেলিব্রেট করলেন নীতিশ। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বসিত নীতিশের বাবা। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নীতিশ এরপর অর্ধশত রান করে অনিল কুম্বলের মাইলস্টোন স্পর্শ করে ফেলেন। আট নম্বরে নেমে অর্ধশত রান করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে পারথ টেস্টে ৪১ ও ৩৮ রানে নটআউট ছিলেন তিনি।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক