শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চালু হল এই স্কিম, এক্ষুনি জানুন

আজকে একটি প্রকল্পের কথা বলব যে প্রকল্পটির মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করে রাখতে পারবেন। সবাই চাই আমাদের সন্তানরা ভালো থাকুক আর তাদের চিন্তা করেই অনেক বাবা-মা এলআইসি বা বিভিন্ন সংস্থা তে টাকা জমিয়ে রাখার চেষ্টা করেন যাতে তারা ভবিষ্যতে কোন উচ্চ শিক্ষার জন্য দরকার পড়লে সেখান থেকে টাকা নিয়ে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

নতুন করে শুরু হল এন পি এস বাৎসল্য স্কিম। এটা কি পেনশন স্কিম। এখানে আপনি আপনার শিশুর জন্য টাকা জমিয়ে রাখতে পারবেন এবং আপনার শিশু 18 বছর হওয়ার পর সেখান থেকে আপনি কিছু টাকা তুলে নিতে পারবেন তার পড়াশোনা করার জন্য। আপনার শিশুর ১৮ বছর হওয়ার সাথে সাথে অটোমেটিক এটি এনপিএস অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি বছরে মাত্র ১০ হাজার টাকা দিয়েও এই প্রকল্পটি শুরু করতে পারেন। এক্ষেত্রে টাকা জমায়েত শুরু করলে আপনি প্রায় 14% সুদ পাবেন আর তাছাড়া টাকা জমানো শুরু করলে তিন বছর পর পিতা-মাতা তার থেকে 25% টাকা পাবে। আপনি চিকিৎসার জন্য ২৫% টাকা তুলে নিতে পারেন।

এই স্কিম প্রচারের জন্য দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শিবির তৈরি হচ্ছে প্রায় ৭৫টি জায়গায় তৈরি হয়েছে সবাইকে জানানো এর লক্ষ্য। প্রকল্পটি নির্মলা সীতারামান এর নেতৃত্বে তৈরি হয়েছে।

আপনি যদি এই এনপিএসবাৎসল্য স্কিম আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে তারপর সেখানে আপনার ফোন নাম্বার নাম এবং প্যান কার্ড এর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যাংকের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করে PRAN নাম্বার নিতে হবে। এই নাম্বারের মাধ্যমে আপনার সন্তানের NPS VatsalyaScheme Account সমস্ত তথ্য দেখা যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে লাগবে আবেদনকারী অর্থাৎ সেই শিশুটির বাবা-মায়ের আধার কার্ড প্যান কার্ড। আধার কার্ড রেশন কার্ডের প্রমাণপত্র। সন্তানের বয়সের প্রমাণপত্র একটি চালু ইমেইল ও ফোন নাম্বার এবং সন্তানের কালার পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুন,
*পায়ে জুতো কেন? ‘মঞ্চ মন্দির’ প্রসঙ্গে প্রশ্নের মুখে অরিজিৎ সিং