রথে বসে মহারানীর মতোন চললেন অভিনেত্রী নুসরাত জাহান! যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন এতো রাজকীয়ভাবে কোথায় চললেন তিনি? তাহলে কি কোনো নতুন সিনেমার প্রচারে বেরিয়েছেন? তবে আসল বিষয়টা কিন্তু অন্য। আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
আমরা সকলেই জানি নতুন কোনো শোরুম বা অন্য কিছু উদ্বোধন করতে বিভিন্ন তারকাদের নিয়ে আসা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। সেরকমই জনপ্রিয় গয়না নির্মাণকারী সংস্থা ‘তনিশক্’এর একটি শোরুম উদ্বোধনে আনা হয়েছিল এই অভিনেত্রীকে। বহরমপুরের একটি শাখার উদ্বোধন ছিল এদিন।
আর সেখানে সাধারণভাবে আসেনি তিনি বরং রাজকীয়ভাবে রথে চড়ে এসেছেন। নীল শাড়ি এবং গা ভর্তি গয়না পরে দেখা যায় অভিনেত্রীকে। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে সেখানে তিনি উপস্থিত হন। এরপর ভীড়ের মাঝেই নতুন শোরুমের উদ্বোধন করেন।
শুধু তাই নয় সেই শোরুমে গিয়ে নতুন গয়নাও পরতে দেখা গিয়েছে নুসরতকে। একাধিক ছবি, ভিডিও সবমিলিয়ে বেশ আড়ম্বরের সাথে তাকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। উল্লেখযোগ্য, শেষবার তাকে দেখা গিয়েছে ‘আড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন স্বামী যশ দাশগুপ্ত।
এরপর কোনো সিনেমার কথা ঘোষণা করেননি এই অভিনেত্রী। তবে একের পর এক চোখ ঝলসানো ফটোশ্যুটে ঝড় তুলেছেন অনুরাগীদের বুকে। আসলে বরাবরই তিনি সাহসী স্বভাবের। সাহসী পোশাক পরতে কখনোই দু’বার ভাবতে হয় না তাকে। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।