‘ম্যায় হুঁ না’ সিনেমার সেই চাঁদনী ম্যাডামের কথা মনে আছে? শিফন শাড়িতে যিনি ঝড় তুলেছিলেন তার কলেজের ছাত্র তথা দর্শকদের বুকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমরা কথা বলছি সুস্মিতা সেনের সম্পর্কে। তেমনই সাজে এবার দেখা গেল অভিনেত্রী নুসরত জাহানকে।
শিফন শাড়িতে তিনিও সম্প্রতি ঝড় তুলেছেন দর্শকদের বুকে। আসলে এই সিনেমার চাঁদনী ম্যাডামের মতো অনেকেই সেই লুক তৈরি করেছেন। সেই তালিকাতেই এবার নাম লেখালেন নুসরত। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যায় তার পরনে রয়েছে চকোলেট রঙের শাড়ি। চাঁদনী ম্যাডামের মতোনই আবেদনময়ী ভঙ্গিতে চলেছেন তিনি। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন আবার কখনো আনমনে হেঁটে চলেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শিফন শাড়ির ভাইব। এর থেকে ভালো গান বাছতে পারলাম না।’
আসলে নেপথ্যে থেকে বেজে চলেছে, ‘তুমহে যো ম্যায়নে দেখা’ গানটি। এই সিনেমাটি যারা দেখেছেন তারা সকলেই জানেন চাঁদনী ম্যাডামের যখন এন্ট্রি হয় তখন এই গানই বাজতে থাকে। সেরকমই নুসরতকেও গানটি ব্যবহার করতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
প্রত্যেকের মুখে একটাই কথা তাকে চাঁদনী ম্যাডামের থেকে কম কিছু লাগছে না। এছাড়া বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন তাকে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়। সেগুলো যে দর্শকেরা বেশ পছন্দ করেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।