একসময় সোশ্যাল মিডিয়ায় তাদের দেখা যেতো একে অপরের একাধিক ছবি পোস্ট করতে। যদিও সেই ধারাবাহিকতায় তাল কেটেছে বেশ কিছুদিন হলো। দীর্ঘদিন ধরে তাদের সোশ্যাল মিডিয়ায় আর সেভাবে দেখা যায় না। তারা হলেন টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। নুসরাতের নানান ছবিতে মন্তব্য করতেন যশ। তেমনই তাদের নানান ছবিতে একসঙ্গে দেখা যেতো। দীর্ঘদিন পর এবার যেনো সেই মূহুর্তেরই পুনরাবৃত্তি হলো। তেমনটাই নজরে এসেছে নেট দুনিয়ার মানুষের।
নুসরাত বরাবরই খেতে ভালোবাসেন। যদিও ডায়েট কন্ট্রোল করতেও তার জুড়ি মেলা ভার। তার পছন্দের খাবারের তালিকায় বিরিয়ানি থেকে মিষ্টি কোনোকিছুই বাদ নেই। তবে শরীরের ফিটনেস ধরে রাখতে বরাবরই সেসব খাবার এড়িয়ে চলেন নায়িকা। তবে সম্প্রতি তিনি একটি ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তাকে দেখা গিয়েছে চকোলেট খেতে। সকাল সকাল এক কাপ চকোলেট নিয়ে হাজির তিনি।
আর সেই ভিডিও পোস্ট করে নায়িকা লিখলেন, “জীবনে অনেক কিছুই ঘটবে। কিন্তু চকোলেট সবকিছু ঠিক করে দেবে।” তবে এসবের মাঝে নেটিজেনদের সবথেকে বেশি নজর কেড়েছে অন্য একটি বিষয়। আর সেটি হলো নুসরাত জাহানের স্বামী যশ দাশগুপ্তের মন্তব্য। নুসরাতের পোস্ট করা ভিডিওতে যশ একটি মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আরও কিছু চাই নাকি?” এদিকে যশের করা মন্তব্যের উত্তরে নুসরাত হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকেছেন।
তাদের সম্পর্ক শুরুর পর নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন যশ ও নুসরাত। যদিও সেসব কটাক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন দু’জনেই। বরং একে অপরের ঢাল হয়ে থাকেন তারা। যদিও দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। আর তাতেই সম্পর্কের ভাঙনের গুঞ্জন শুরু হয়েছিল। অবশেষে যেনো সেই গুঞ্জনে জল ঢাললেন তারকা দম্পতি। তাদের সম্পর্কের সমীকরণ যে একরকম রয়েছে তা স্পষ্ট করে দিলেন তারা নিজেরাই।
#yashdasgupta #nussratjahan