Zubeen-Garima: এখনো একাধিক প্রশ্ন রয়েগেছে জুবিন গার্গের মৃত্যু নিয়ে, সেই সব প্রশ্ন গায়কের অনুরাগীদের পাশাপাশি জুবিন গর্গের স্ত্রী গরিমা শইকীয়া গার্গকেও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তার মনের মধ্যে অসহ্য যন্ত্রনা, সুবিচারের অপেক্ষায় রয়েছে তিনি।
১৯শে সেপ্টেম্বর হঠাৎ মৃত্যু হয় গায়ক জুবিন গার্গের। প্রায় তিন সপ্তাহ হতে চলেছে গায়ক আমাদের মাঝে নেই। এই মুহূর্তে জুবিনের মৃত্যু তদন্ত চলছে জোর কদমে, অসম সরকারের তত্ত্বাবধানে। এরই মাঝে ৭ই অক্টবর সোশ্যাল মিডিয়ায় জ়ুবিনের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন গরিমা। যেখানে দৃশ্যমান, জ়ুবিনের থুতনি ধরে আদর করে দিচ্ছেন তিনি। গরিমা আশা করেন, খুব শীঘ্রই জ়ুবিনের সঙ্গে তাঁর দেখা হবে। মঙ্গলবার পোস্টে তিনি লেখেন, “আমরা আবার একসঙ্গে থাকব। খুব শীঘ্রই দেখা হবে, গোল্ডি (জ়ুবিন গার্গের ডাক নাম)। কিন্তু এই মুহূর্তে আমি এবং আমরা সবাই জানতে চাই, কেন তুমি শারীরিক ভাবে আমাদেকে ছেড়ে চলে গেলে। কেন? এটাই বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমার ভাঙা মনকে কুরে কুরে খাচ্ছে। আমার উত্তর চাই।”
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর সময়ে সেখানে উপস্থিত ছিলেন আরও সাত জন। কিন্তু এখনও পর্যন্ত সেই ৭ জন পুলিশকে কোনও উত্তর দেননি। কোনও সহযোগিতাও করছেন না তাঁরা। অসম তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ সিঙ্গাপুরে যেতেও পারছে না। তিনি আরও বলেছেন, “আমরা ওঁদের চাপ দিয়ে যাব। ওঁরা যতক্ষণ না আসছেন, তদন্তপ্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। চাইব, ওঁরা যাতে সহযোগিতা করেন।’
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে হঠাৎ মৃত্যু হয় জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের। দু’বার ময়নাতদন্তের পর ২৪-এ সেপ্টেম্বর গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই মুহূর্তে জুবিনের মৃত্যু তদন্ত ভার রয়েছে অসমের বিশেষ তদন্তকারী দলের হাতে। ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার করেছেন জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা-সহ আরও তিনজনকে। ঘটনা নিয়ে বেশ উদ্বেগে দিন কাটছে জুবিনের(Zubeen) অনুরাগীদের। তাঁরা সুবিচারের আশায় রয়েছেন।
আরও পড়ুন,
Sreemoyee: একমাত্র মেয়েকে কোলে নিয়ে মা লক্ষ্মীর পাঁচালী পড়তে ব্যস্ত শ্রীময়ী! ভাইরাল ভিডিও