OnePlus আবারও তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনকে ঘিরে আলোচনার কেন্দ্রে। কয়েক সপ্তাহ আগে সংস্থা জানিয়েছিল, বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর–চালিত স্মার্টফোন বাজারে আনতে চলেছে তারা। এবার নতুন তথ্য জানাচ্ছে, ফোনটির নাম হবে OnePlus Ace 6T, যা আগে OnePlus Ace 6 Pro Max নামে লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল।
ওয়ানপ্লাসের অফিশিয়াল ফ্যান ক্লাব ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে—‘Ace 6 Pro Max’ নামে কোনও ডিভাইস আসছে না। নতুন Ace 6T-ই বাজার দখলের দায়িত্ব নেবে। ব্র্যান্ডটি বলছে, এই ফোন OnePlus 6T–এর লিগেসি আরও আধুনিকভাবে সামনে আনবে এবং সেই কারণেই এতে থাকবে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, উন্নত পারফরমেন্স, দ্রুতগতির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও প্রিমিয়াম লুক।
স্পেশাল এডিশনও আসছে
লিক রিপোর্ট বলছে, জনপ্রিয় গেম Genshin Impact-এর সঙ্গে মিলিত হয়ে Ace 6T-এর একটি স্পেশাল এডিশনও বাজারে আনতে পারে কোম্পানি।
যে সব শক্তিশালী স্পেসিফিকেশন সামনে এল
লিকড তথ্য অনুযায়ী Ace 6T থাকবে প্রিমিয়াম হার্ডওয়্যার সেটআপ—
প্রসেসর: Snapdragon 8 Gen 5
র্যাম: 12GB / 16GB LPDDR5X
স্টোরেজ: 256GB / 512GB / 1TB UFS 4.1
কালার অপশন: Electric Purple, Flash Black, Shadow Green
ডিসপ্লের দিক থেকেও চমকপ্রদ হতে পারে এই ফোন।
ডিসপ্লে: 6.7 ইঞ্চি OLED
রেজোলিউশন: 1.5K
রিফ্রেশ রেট: 165Hz
ব্যাটারির ক্ষেত্রেও Ace 6T নজর কাড়তে পারে, কারণ এতে থাকতে পারে 8,000mAh বিশাল ব্যাটারি, সঙ্গে 100W ফাস্ট চার্জিং। সফটওয়্যারে থাকবে Android 16 এবং ColorOS 16।
ক্যামেরাতেও উন্নতি
ফটোগ্রাফির জন্য ফোনটিতে থাকতে পারে—
ফ্রন্ট ক্যামেরা: 32MP
রিয়ার ক্যামেরা: 50MP + 8MP
এ ছাড়া ফোনটিতে মেটাল ফ্রেম, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, X-অ্যাক্সিস লিনিয়র মোটর, ডুয়েল স্পিকার এবং NFC–র মতো প্রিমিয়াম ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
কার সঙ্গে টক্কর?
OnePlus Ace 6T বাজারে সরাসরি টক্কর দেবে বলা হচ্ছে—
Realme GT 7
iQOO Z10
Redmi Note 14 Pro
ব্র্যান্ডটি মূলত গেমিং, মাল্টিটাস্কিং এবং শক্তিশালী ক্যামেরার অভিজ্ঞতা–চাওয়া ইউজারদের লক্ষ্য করেই Ace 6T–কে তৈরি করছে।
শেষকথা
বড় ব্যাটারি, শক্তিশালী চিপসেট, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম বিল্ড—সব মিলিয়ে OnePlus Ace 6T যে ফ্ল্যাগশিপ ক্লাসের একটি শক্তিশালী বিকল্প হতে পারে তা স্পষ্ট। যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Ace 6T নিঃসন্দেহে অপেক্ষার যোগ্য একটি ডিভাইস।

