এবার বলিউড অভিনেতা সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাক সরকার। সালমান খানের একটি মন্তব্যের পর পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন শাখার তরফে এই মন্তব্য করা হয়েছে। কিন্তু ঘটনাটি ঠিক কী? জানা যাচ্ছে, কিছুদিন আগে সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলে সালমান খান। আর তারপর সেখানে গিয়ে সেই অনুষ্ঠানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে নানান মন্তব্য করেন তিনি। আর সেই সময় বালোচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন সালমান।
আর এই ঘটনাকে সহজভাবে নেয়নি পাকিস্তান। পাকিস্তানের জঙ্গিদমন শাখার তরফে সালমানের এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। এর পাশাপাশি সালমানকে ‘সন্ত্রাসবাদী’ বলার পাশাপাশি তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পাক সরকারের তরফে। তবে সালমান ইচ্ছে করেই এমন মন্তব্য করেছিলেন নাকি তার মুখ ফস্কে বেরিয়ে গিয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সালমানের এমন মন্তব্যে খুশি হয়েছেন বালোচ নেতারা। তারা সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।
সালমান ঠিক কী বলেছিলেন? আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়ে সালমান বলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে। এমনকি, তামিল, তেলুগু, মালায়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা করবে। কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালোচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”
বালোচিস্তানকে স্বতন্ত্র দেশ হিসেবে উল্লেখ করাকে ভালো চোখে নেয়নি পাকিস্তান। এদিকে বালোচ নেতা মীর ইয়ার বালোচ সালমানকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন ধরেই বালোচিস্তানের মানুষ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চাইছে। আর এই কারণে বালোচিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত চরমে। এদিকে পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বালোচিস্তান। তাই সালমান খানের মন্তব্য যেনো আরও বেশি করে এই ঘটনাকে তরান্বিত করেছে।
#salmankhan #controversy
