Param-Piya: গানে গানে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন পরম-পিয়া, সাথে ভাগ করে নিলেন বিশেষ বার্তা

Param-Piya: গানে গানে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Param) এবং তার স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya)। সম্প্রতি সেই মিষ্টি মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা নিজেই। অনেকেই জানেন প্রথম বিয়ে ভাঙ্গার পর দ্বিতীয়বার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছিলেন পিয়া।

শুরুর দিকে বন্ধুত্ব থাকলেও শেষমেষ তাদের সম্পর্ক প্রেমের দিকেই গড়ায় এবং তাকে পরিণতিও দিয়েছেন দু’জনে। দেখতে দেখতে দুই বছর পার করে ফেললেন একসাথে। তাদের আনন্দ দ্বিগুণ করে পরিবারের জন্ম হয়েছে প্রথম সন্তান নিষাদের। তাকে নিয়েই বেশিরভাগ সময় কেটে যায় এই দু’জনের।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। যেখানে দেখা যায় গিটার বাজিয়ে গান গাইছেন পরম আর তাতে সঙ্গ দিয়েছেন পিয়া। এদিন তাদের, ‘এই রাত তোমার আমার’ গানটি গাইতে দেখা দিয়েছে। সাথে ক্যাপশনে লেখা, ‘আমরা যখন একসাথে থাকি তখন জীবনচক্র সম্পূর্ণ হয়। হাসি, গান, হাত ধরা সবমিলিয়ে দুই বছর। আমি তোমাকে ভালোবাসি। আমি আমাদের ভালোবাসি।’

ভিডিওটি দেখামাত্র তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। উল্লেখযোগ্য, প্রথমবার অনুপম রায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পিয়া তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এরপর অত্যন্ত কাছের বন্ধু পরমকে বিয়ে করেন।

অন্যদিকে অনুপম গাঁটছড়া বেঁধেছেন আরেক শিল্পী প্রশ্মিতা পালের সাথে। সবমিলিয়ে দু’জন দু’জনের জীবন বেশ ভালোমতোই গুছিয়ে নিয়েছেন। অন্যদিকে হটস্টারে মুক্তি পেয়েছে পরমের নতুন কাজ ‘জিদ্দি ইশক’। মূলত পরিণীতা সিনেমার অনুপ্রেরণায় সেটি হিন্দি ভাষায় তৈরি করা হয়েছে।

#Param #Piya #Ziddiishq

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক