Param-Piya: প্রথমবার ছেলেকে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিলেন পরম-পিয়া! একগুচ্ছ ছবি পোস্ট করে ছেলেবেলার স্মৃতি রোমন্থন অভিনেতার

Param-Piya: স্ত্রী ও ছেলেকে নিয়ে প্রথমবার অষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়! সম্প্রতি সেই আদুরে মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সাথে পুরনো দিনের কিছু স্মৃতিও রোমন্থন করেছেন। সমালোচনায় ভরা জীবনে তাদের আনন্দের উৎস হিসেবে জন্ম হয়েছে পুত্র সন্তানের।

সদ্যই তাকে প্রকাশ্যে এনেছেন তারা। আর এবার অষ্টমী উপলক্ষ্যে একসঙ্গে প্রথমবার অঞ্জলি দিলেন পরম ও পিয়া। এদিন তিনজনই হলুদ পোশাকে সেজে উঠেছিলেন। পরমের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবী। রংমিলিয়ে তার ছেলেকেও হলুদ রঙের পাঞ্জাবী পরানো হয়েছিল। পিয়ে পরেছিলেন হলুদ রঙের কুর্তি।

আরও পড়ুন,
Sohini-Shovan: স্ত্রী সোহিনীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা শোভনের! কী লিখলেন তার রাজকন্যাকে নিয়ে? জেনে নিন

ক্যাপশনে পরমব্রত লিখেছেন, ‘আমাদের তিনজনের প্রথম মহা-অষ্টমীর অঞ্জলি মামার বাড়ির পাড়ায়। যেখানে বড়ো হয়েছি। বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ, সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নডিবাবুর এই বার প্রথম আসা।’

আরও পড়ুন,
Mimi: ডায়েট শিঁকেয় তুলে লুচি, ডাল, রসগোল্লায় মজেছেন মিমি! দেখুন তার খাদ্যরসিকতার ভিডিও

তাদের এই মিষ্টি মুহূর্তগুলো দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। তাদের ছেলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে। উল্লেখযোগ্য, কয়েক মাস আগেই পুত্র সন্তানের জন্মানোর খবর দিলেও তাকে প্রকাশ্যে আনেননি এই জুটি। সম্প্রতি তার ছবি পোস্ট করে জানিয়েছিলেন ছেলের নাম রেখেছেন নিষাদ।

যেহেতু তাদের গানের প্রতি ভীষণ ভালোবাসা রয়েছে তাই ছেলের নামও সেরকমই রেখেছেন। এছাড়াও নিশাদ অর্থ যাকে কখনো দুঃখ স্পর্শ করতে পারে না। অন্যদিকে প্রথমবার পিয়া বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়ের সাথে। তবে তাদের বিচ্ছেদ হওয়ার পর দু’জনেই এখন অন্য দু’জনের সাথে সংসার করছেন।

আরও পড়ুন,
বর্তমানে সৃজিতের ‘কাছের বন্ধু’ সুস্মিতা, তবে কি বিবাহবিচ্ছেদ মিথিলার সঙ্গে? নিজেই উত্তর জানালেন মিথিলা

error: Content is protected !!