Parambrata: ছেলের সাথে প্রথম দুর্গাপুজো কাটানোর পর এবার প্রথম কালীপুজো উদযাপন করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা।
পিয়া চক্রবর্তী তার জীবনে আসার পর বিপুল পরিবর্তন এসেছে জীবনে। যা তিনি বারবার জানিয়েছেন। আর সেই আনন্দের আনন্দের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে তাদের একমাত্র পুত্র সন্তান নিষাদ। ছেলেকে নিয়ে হৈ হৈ করে কাটে পরম-পিয়ার জীবন।
বিনোদন
ধর্ম যার যার, বড়মা সবার! দীপাবলির রাত্রে নৈহাটির বড়মা’র পুজোয় হাজির রাজ-শুভশ্রী, ভাইরাল ভিডিও
দুর্গাপুজোর কয়েকটা দিন ভীষণই আনন্দের সাথে কাটিয়েছিলেন তারা। আর এবার পালা কালীপুজোর। দীপাবলি মানেই আতশবাজি, আলো, রোশনাই, অন্ধকার দূর করে জীবনে আলোর আগমন। নতুন জামা সবকিছু মিলিয়ে দারুণ কেটেছে দিনটা, যা জানিয়েছেন পরম।
এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি যেখানে দেখা যায়। খুব ঘরোয়াভাবে মা কালীর আরাধনায় মেতে উঠেছিলেন তিনি। নতুন জামা পরে বাজি পুড়িয়ে দিনটি উদযাপন করেছেন। তাদের একসঙ্গে দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাদের দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাড়ির পুজো। আমাদের জন্য নতুন জামা, নিনা আর বাঘার জন্যেও। পিয়ার সাথে সময় কাটানো এবং রাজপুত্র নিষাদের সাথে। এটাকেই আমি কালীপুজো এবং দীপাবলি বলি। জয় মা ! জয় ব্রহ্মময়ী মা! শুভ কালীপুজো এবং শুভ দীপাবলি। প্রথমে ভুলে গিয়েছিলাম। দুঃখিত কালীপুজোর রাত তো, নিজগুনে মাফ করে দিন দাদারা দিদিরা।’
বিনোদন
‘হাতটা নামান’, ছবি তুলতে গিয়ে অক্ষয়ের কাঁধে হাত! এক ভক্তকে বকুনি দিলেন বলিউডের ‘খিলাড়ি’
#parambrata #Nishad #Diwali