জি বাংলার জনপ্রিয় সিরিয়াল পরিণীতার ‘দাদু’ চরিত্রে অভিনয় করা অভিনেতা সুব্রত গুহ রায় সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন। দীপাবলির দিন শ্যুটিং শেষে বাড়ি ফেরার পর পেটে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসকরা ইনজেকশনের মাধ্যমে যন্ত্রণা কিছুটা কমিয়ে দেন।
মঙ্গলবার তাঁর সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা করা হয়। চিকিৎসা চলাকালীন তাঁকে স্যালাইন এবং তরল খাবার দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় কোনও বড় সমস্যা ধরা না পড়ায় অভিনেতা এখন অনেকটাই সুস্থ।
বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে হাসপাতালের পোশাক পরে চায়ের কাপ হাতে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা আর ভালোবাসায় অনেকটা সুস্থ… এবার ঘরে ফিরতে চাই…।” দর্শকরা তাঁকে দীর্ঘ সময় দেখেননি, তাই নিজের সুস্থতার খবর দ্রুত সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। খুব শীঘ্রই তিনি বাড়িতে ফিরে স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

বিনোদন
এনা সাহার ‘বোন ফোঁটা’, জানালেন, ‘ও মেয়ে হয়েই জন্মেছে, কিন্তু নিজের যৌন পরিচয়কে…’
#SubrataGuhaRoy #Parinita #ZeeBangla #TVNews #HospitalUpdate #CelebrityHealth