নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে রাধাষ্টমীর শুভেচ্ছা জানালেন টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে! বরাবরই রাধাকৃষ্ণের ভক্ত এই অভিনেত্রী, যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। তাই জন্মাষ্টমী হোক না রাধাষ্টমী এই বিশেষ দিনগুলোতে যে তিনি বেশ সক্রিয় থাকবেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
যদিও তিনি কোথায় গিয়ে ছবিগুলো তুলেছেন তা বলেননি। তবে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে তিনি রাধাকৃষ্ণ সম্পর্কিত কোন স্থানে গিয়েই ছবিগুলো তুলেছিলেন। এদিন তাকে রাধিকার মতোন পোশাকেই দেখা গিয়েছে। কখনো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে স্নিগ্ধতা উপভোগ করছেন আবার কখনো দোলনায় বসে রয়েছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘জন্মাষ্টমীর এই পূণ্যতিথি সকলের জীবনে আনন্দ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসুক। সকলকে রাধাষ্টমীর শুভেচ্ছা। রাধারানী আপনাদের জীবন ভালোবাসা, উৎসর্গ এবং পবিত্রতায় ভরে তুলুন। রাধাকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকুক আলো এবং প্রেমের পথপ্রদর্শক হিসেবে। শুভ রাধাষ্টমী।’
তাকে এই রূপে দেখার পর মুগ্ধ নেটিজেনরা। প্রত্যেকেই তার প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ বলেছেন, ‘তুমি সর্বদাই এমন হাসিখুশি থাকো।’ আবার কেউ কেউ তাকে ‘রাধারানী’ বলেও আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে এই ছবিগুলি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখযোগ্য, তিনি এখন অভিনয় করছেন ‘কথা’ ধারাবাহিকে। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। কিছুদিন আগেই তারা সেরা জুটির পুরস্কার পেয়েছেন। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে তার এবং সাহেবের জুটি বেশ পছন্দ করছেন দর্শকেরা।
আরও পড়ুন,
*SSC GD Recruitment 2024: বেকারদের জন্য সুখবর! মাধ্যমিক পাশে চাকরি, শূন্য পদ ৩৯৪৮১