রামমন্দির বিরোধী পোস্ট! প্রাক্তন মন্ত্রীর কন্যাকে এলাকা ছাড়তে বলল দিল্লি আবাসিক কল্যাণ সমাজরামমন্দির বিরোধী পোস্ট! প্রাক্তন মন্ত্রীর কন্যাকে এলাকা ছাড়তে বলল দিল্লি আবাসিক কল্যাণ সমাজ

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর তিনদিন অনশন করেছিলেন বিরোধিতা করে, ফলস্বরূপ তাকে এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। জঙ্গপুরার ‘রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’এর তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেস সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশংকর আইয়ারের কন্যা সুরণ্যা আইয়ারকে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি উস্কানিমূলক পোস্ট করেছেন এবং সামাজিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছেন। আসলে গত ২২শে জানুয়ারী যেদিন রামমন্দির উদ্বোধন হয়েছিল তার প্রতিবাদে সুরণ্যা আইয়ার তিনদিনের অনশন করেছিলেন। এই বিষয়ক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তিনি।

আরও পড়ুন,
*‘নির্বাচনী ভাষণ!’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তব্যের তীব্র সমালোচনায় বিরোধীরা

সেখানে লেখেন, ‘রামমন্দির উদ্বোধনের আগে দিল্লীর আবহাওয়া এমনিতেই দূষিত ছিল। এখন আধ্যাত্মিকতার চোটে আরো বিষাক্ত হয়ে গিয়েছে। জাতীয়তাবোধ ও হিন্দুত্বের নামে অযোধ্যায় যা হচ্ছে একজন হিন্দু হিসেবে আমি লজ্জিত। সমস্ত মুসলিম ভাইবোনদের প্রতি ভালোবাসা ও সমানুভূতি থেকে আমি এই অনশন করছি।’

পরে ‘আর ডাবলু এ’এর তরফ থেকে নোটিশ আসে তার কাছে। সেখানে বলা হয়, ‘আপনি যদি ভাবেন আপনি রামমন্দির উদ্বোধনের প্রতিবাদ করছেন তাহলে আমাদের পরামর্শ আপনি এই স্থান থেকে চলে যান। যেখানে আপনার এই কার্যকলাপকে সুনজরে দেখা হবে বা আদৌ দেখা হবে না। আপনার এই উস্কানিমূলক কার্যকলাপ আর ডব্লিউ এ-এর নজরের আড়ালে রাখতে পারবে।’

আরও পড়ুন,
*মারধর বকাবকি নয়, এই ভাবে বাগে আনুন বাচ্চার জেদ

তার উত্তরে আরেকটি ফেসবুক পোস্টে সুরণ্যা লেখেন, ‘যে আবাসিক কল্যাণ সমাজ থেকে আমাকে এই নোটিশ দেওয়া হয়েছে আমি সেখানে থাকি না। আমায় যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন আমি নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করি না। দীর্ঘ কয়েক দশক ধরে আমি কাজ করছি। তেমন কী করেছি আপনাদের কাছে জানানো রইলো।’

অন্যদিকে এই পোস্ট নজরে এসেছে আর ডব্লিউ এ’এর। তাদের মতে প্রাক্তন মন্ত্রীর কন্যা যা বলেছেন তা কোনো শিক্ষিত মানুষের কথা নয়। দেশে বাক স্বাধীনতা আছে বলেই যে যা খুশি বলতে পারেন তেমনটা নয়। যেসব কথায় হিংসা ছড়ায় তা অবশ্যই বন্ধ করা দরকার। তাই প্রাক্তন মন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে তার কন্যাকে যেন ভালো নাগরিক হওয়ার নিয়ম শেখানো হয়।

আরও পড়ুন,
*Viral: অনবদ্য স্টান্ট, সর্দারজির বুলেট চালানোর কেরামতি দেখলে আপনিও অবাক হবেন

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক