বাবা-মেয়ের অমীমাংসিত সম্পর্কের সমীকরণ নিয়ে আসতে চলেছে নতুন সিনেমা ‘রান্নাবাটি’। যেখানে চিরাচরিত ধারণা থেকে সরে গিয়ে অন্য রকমের কাহিনী ফুটে উঠবে। সম্প্রতি এই সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে বাবার ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।
ভীষণই সাধারণ অথচ সুগভীর বার্তা দেবে এই ‘রান্নাবাটি’। ছোট থেকেই আমরা দেখেছি মায়েদের সাথেই সাধারণত মেয়েরা বেশিরভাগ সময় কাটায়। বাবার থেকে অনেকটা দূরে থাকতে দেখা যায় তাদের। তাই তাদের মনের পরিবেশ সম্পর্কে কোনো ধারণাই থাকে না বাবাদের।
সেরকমই এক কন্যা সন্তানের বাবা ঋত্বিক, যার স্ত্রী সোলাঙ্কি রায় সুদক্ষ রাঁধুনি। মায়ের সাথে রান্নাঘরে নিজের জগৎ তৈরি করে ফেলে তার মেয়ে। তবে হঠাৎ করে সবটা ওলট-পালট হয়ে যায়। মায়ের মৃত্যু ঘটলে সে সকলের থেকে নিজেকে গুটিয়ে নেয়। রীতিমতো বাবা-মেয়ের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
আরও পড়ুন,
জুবিন গার্গের মৃত্যুর তদন্ত করবে অসম পুলিশ, কার কার বিরুদ্ধে এফআইআর দায়ের? জানুন
যখন ঋত্বিক তা বোঝার চেষ্টা করেন তাদের জীবনে আশার আলো হয়ে প্রবেশ ঘটে সোহিনী সরকারের। রান্না সম্পর্কিত সমস্ত ধারণাকেই বদলে দেন তিনি। তিনি বলেন রান্না একটা ধ্যানের মতো। অন্তরাত্মা কী বলছে তা নিজেকেই অনুভব করতে হবে। আর তারপর সেই গল্প ছড়িয়ে দিতে হবে সবার পাতে।
এই রান্নার মাধ্যমেই বাবা-মায়ের সম্পর্ক আবার আগের পথে নিয়ে আসার চেষ্টা করেন সোহিনী। প্রতীম ডি. গুপ্ত তার এই নতুন সিনেমার মাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন দর্শকদের কাছে। যেটা মুক্তি পাবে আগামী ৭ই নভেম্বর।