Pratika Rawal: প্রতীকার চোটে ধাক্কা! সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

Pratika Rawal: ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে খেলছেন না প্রতীকা রাওয়াল (Pratika Rawal) ফেরার সম্ভাবনা শেফালির।

বৃহস্পতিবার মহিলাদের ওডিআই বিশ্বকাপের (2025 ICC Women’s Cricket World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। তবে বড় ধাক্কা দলের ওপেনিংয়ে—চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন প্রতীকা রাওয়াল। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় পড়ে গিয়ে তিনি পায়ে চোট পান, যার ফলে বাকি ম্যাচগুলোয় খেলা সম্ভব নয় তাঁর পক্ষে।

এই টুর্নামেন্টে প্রতীকা(Pratika Rawal) ৩০৮ রান করেছেন, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বাধিক রান করেছেন অপর ওপেনার স্মৃতি মন্ধানা (৩৩১ রান)। তাঁদের জুটি ভারতের ইনিংসের ভরসা হয়ে উঠেছিল। ফলে প্রতীকার অনুপস্থিতিতে দলের কৌশলে বড় পরিবর্তন আনতে হচ্ছে।

জল্পনা চলছে, তাঁর জায়গায় শেফালি ভার্মাকে দলে ফিরিয়ে আনা হতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তেমন খেলেননি, তবুও অভিজ্ঞতা থাকায় দলের ভরসা হতে পারেন তিনি।

অন্যদিকে, ভারতীয় মিডল অর্ডার এখনও পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্স দিতে পারেনি। তাই অধিনায়ক হরমনপ্রীত কউর, জেমাইমা রডরিগেজ ও হারলিন দেওলের দায়িত্ব আরও বাড়ছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভুলের কোনও জায়গা নেই—এই বার্তাই দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

#INDvsAUS #WomensWorldCup2025 #PratikaRawal #ShafaliVerma #SmritiMandhana #HarmanpreetKaur #CricketNews #TeamIndia #AustraliaWomen #ICCWomensWorldCup

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক