কলকাতা এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাত নাড়লেন অনুগামীদের উদ্দেশ্য, সোমবার একাধিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি

অবশেষে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রবিবার সন্ধ্যাবেলা দমদম বিমানবন্দরে উপস্থিত হন তিনি। জানা যাচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ও সেনার আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হতে কলকাতা সফরে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন বিমানবন্দরে নামার পর নিজের গাড়িতে ওঠেন প্রধানমন্ত্রী। তার জন্য বিমানবন্দরের বাইরে বিজেপি কর্মীরা অপেক্ষা করছিলেন।

প্রধানমন্ত্রী বেরিয়ে আসার পরই সকলেই স্বাগত জানান তাকে। প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে তার অনুগামীদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপরই প্রধানমন্ত্রীর কনভয় রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়। জানা যাচ্ছে, এদিন রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী। তবে এদিন রবিবার তার আর কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে। তবে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালেী সঙ্গে কোনও বৈঠক করবেন কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন,
“যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন…”, কী জানার কথা বললেন ইলিয়ানা?

প্রধানমন্ত্রীর সঙ্গে কলকাতায় কর্মসূচীতে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ‘সুপারস্পাই’ ওরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ইতিমধ্যে তারা সকলে কলকাতা পৌঁছে গিয়েছেন। জানা যাচ্ছে, কলকাতার ফোর্ট উইলিয়ামে সম্মেলনে যোগ দেবেন তারা৷ এর পাশাপাশি উত্তর-পূর্বে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে সেনাদের।

আরও পড়ুন,
নিমিষেই কমবে অ্যাসিডিটি! গ্যাস, বদহজম, হাজারো গুণ সম্পূর্ণ এই গোলমরিচ

সোমবার সকাল ১০টায় কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্সের সূচনা পরবেন প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর নাগাদ বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

error: Content is protected !!