Priyanka Chopra: কাছের মানুষদের সাথে দীর্ঘদিনের দূরত্ব, সবাইকে কাছে পেয়ে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

Priyanka Chopra: দীর্ঘদিন বাড়ি থেকে দূরে থাকার পর অবশেষে কাছের মানুষদের কাছে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে তুলে ধরলেন সকলের সামনে। একইসাথে ব্যক্ত করলেন মনের কিছু কথা। বাড়ি থেকে দূরে থাকতে কেউই পছন্দ করেন না তবে কর্মসূত্রে থাকতে হয়।

সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। ‘বারাণসী’ সিনেমার জন্য বেশ কিছুদিন তাকে বাড়ির বাইরে থাকতে হয়েছিল। সে কারণে সকলকে ভীষণভাবে মিস করেছেন তিনি। তবে কাজ মিটতেই ফিরে গেলেন পরিবারের কাছে। স্বামী, সন্তান ও অন্যান্যদের মিলিয়ে মেতে উঠলেন আনন্দে। সেসব ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যেখানে দেখা যায় কখনো তিনি মেয়ে ও স্বামীর সাথে আদুরে সময় কাটাচ্ছেন, আবার কখনো অন্যান্যদের সাথে খাবার টেবিলে মেতে উঠেছেন। শুধু তাই নয় তার মেয়ের বিভিন্ন কাণ্ডকারখানার ভিডিও তুলে ধরেছেন সেখানে। যদিও তার মুখ প্রকাশ্যে আনেননি।

ক্যাপশনে লিখেছেন, ‘মিনিটের মধ্যে বাড়ি ফিরে এলাম। মাঝে মাঝে আমি নিজেকে চারপাশের সৌন্দর্য্য, বিস্ময় এবং ভালোবাসা দেখে সম্পূর্ণ বিস্মিত হতে দেখি। এটা ধন্যবাদ জ্ঞাপনের দিন, স্বাস্থ্য, আনন্দ, ঐক্য এবং জীবনের সহজ আনন্দের জন্য আমি খুবই কৃতজ্ঞ, যা আমরা মাঝে মাঝে হালকাভাবে নিই।’

‘আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, দল এবং সকলের প্রতি কৃতজ্ঞ যারা এই অদ্ভুত যাত্রাটিকে সহজ করে তুলেছেন। বারাণসীর শ্যুটিংয়ের সময় এতোদিন বাড়ি থেকে দূরে থাকার পর, আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি জীবনের সেরা জিনিসগুলির মধ্যে একটি হলো আপনার প্রিয়জনদের সাথে থাকতে পারা। অসীম কৃতজ্ঞতার সাথে উদযাপন করা সবাইকে শুভ ধন্যবাদজ্ঞাপন।’

#Priyankachopra #Nickjonas #Baranasi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক