কার্তিক পুজো ছাড়াও কার্তিক মাসে আর কি কি পুজো হয়, জেনে নিন

kmc 20241018 173936 7hHPynrN3Y

আশ্বিন মাস পেরিয়ে এবার বাংলা ক্যালেন্ডারে কার্তিক মাসের সূচনা। এই কার্তিক মাস জুড়ে বাঙালির একাধিক পার্বণ লেগে রয়েছে। তাই কার্তিক মাসে শুধু কার্তিক পুজো নয়, রয়েছে আরও অনেক রীতিনীতি। মাসের শুরুতেই ৯ই কার্তিক শনিবার, ২৬শে অক্টোবর রয়েছে একাদশী। এটি শুরু হচ্ছে শেষ রাত ৫টা ২৫ মিনিটে। ১১ই কার্তিক অর্থাৎ ২৮শে অক্টোবর সোমবার রয়েছে রমা একাদশীর উপবাস। এদিন একাদশী ছাড়বে সকাল ৭টা ৫১ মিনিটে।

এরপর ১২ই কার্তিক অর্থাৎ ২৯শে অক্টোবর মঙ্গলবার ধনতেরাস। ত্রয়োদশী তিথি শুরু হবে ওইদিন সকাল ১০টা ৩৩ মিনিটে। এই তিথি ছাড়বে ১৩ই কার্তিক বুধবার অর্থাৎ ৩০শে অক্টোবর দুপুর ১টা ১৬ মিনিটে। ১৪ই কার্তিক বৃহস্পতিবার, অর্থাৎ ৩১শে অক্টোবর অমাবস্যার নিশিপালন ও কালিপুজা। ওই দিন দুপুর ৩টে ৫৪ মিনিটে অমাবস্যার তিথি শুরু।

এরপরের দিন ১৫ই কার্তিক শুক্রবার অর্থাৎ ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অমাবস্যার তিথি শেষ হবে। ১৭ই কার্তিক রবিবার অর্থাৎ ৩রা নভেম্বর ভাইফোঁটা। ১৬ই কার্তিক শনিবার অর্থাৎ ২রা নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হবে ও ১৭ই কার্তিক রবিবার অর্থাৎ ৩রা নভেম্বর রাত ১০টা ৬ মিনিটে দ্বিতীয়া শেষ হবে।

২১শে কার্তিক বৃহস্পতিবার অর্থাৎ ৭ই নভেম্বর নাড়ী ষষ্ঠী ও ছট পুজো। ২০শে কার্তিক বুধবার ৬ই নভেম্বর রাত ১২টা ৪৩ মিনিটে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে। পরের দিন রাত ১২টা ৩৫ মিনিটে শেষ হচ্ছে ষষ্ঠী তিথি। এরপর ২২শে কার্তিক শুক্রবার অর্থাৎ ৮ই নভেম্বর জগদ্ধাত্রী পুজোর সপ্তমী তিথি। ২১শে কার্তিক বৃহস্পতিবার ৭ই নভেম্বর রাত ১২টা ৩৬ মিনিটে শুরু হবে সপ্তমী তিথি।

২২শে কার্তিক শুক্রবার ৮ই নভেম্বর রাত ১১টা ৫৭ মিনিটে সপ্তমী তিথি শেষ। এরপর ২৪শে কার্তিক রবিবার অর্থাৎ ১০ই নভেম্বর রাত ৯টা ৩ মিনিটে দশমী তিথি শুরু এবং ২৫শে কার্তিক সোমবার ১১ই নভেম্বর রাত ৬টা ৪৭ মিনিটে দশমী তিথি শেষ। ২৯শে কার্তিক শুক্রবার ১৫ই নভেম্বর শ্রী শ্রী কৃষ্ণের রথযাত্রা। এদিন সকাল ৬টা ২১ মিনিটে পূর্ণিমা তিথি শুরু ও রাত ২টো ৫৯ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে। অবশেষে ৩০শে কার্তিক শনিবার অর্থাৎ ১৬ই নভেম্বর কার্তিক পুজো ও ইতুপুজা।