৬% সুদ সহ বকেয়া ফেরাতের সুপ্রিম নির্দেশ রাজ্য সরকারকে

বেতন এবং পেনশন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার! তাইতো সুদ-সহ তা প্রদান করার নির্দেশ দিলো মহামান্য সুপ্রিম কোর্ট। না না পশ্চিমবঙ্গ নয় এই নির্দেশ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানিয়েছে সরকার বেতন ও পেনশন দিতে দেরি করেছে।

তাই উপযুক্ত সুদ-সহ তা ফেরত দিতে হবে। তাদের আদেশে উল্লেখ করা হয়েছে বেতন ও পেনশনের বকেয়া পরিশোধের জন্য যে নির্দেশনা সুপ্রিম কোর্ট দিয়েছে তা ব্যতিক্রমহীন। সমস্ত সরকারি কর্মচারীদের পরিষেবার জন্য বেতন প্রাপ্য, যা তাদের ন্যায্য অধিকার। একইভাবে পেনশনভোগীদের বছরের পর বছর পেনশন দেয় সরকার।

এটাও তাদের অধিকারের মধ্যেই পড়ে। বকেয়া টাকার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন জেলা ও দায়রা জজ। তার দায়ের করা এই জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। যার ভিত্তিতে ২০২০ সালের মার্চ মাসে বিলম্বিত বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

একই সাথে ৬ শতাংশ সুদের ২০২০ সালের মার্চ মাসের বিলম্বিত পেনশন প্রদান করতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে করোনার কারণে রাজ্য আর্থিকভাবে অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছিল। সেই কারণে টাকা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের মতে প্রশাসন প্রয়োজনমতো কাজ করেছিল। তাই বেতনের ওপর যেন সুদ না চাপানো হয়। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১২ শতাংশ সুদের হারে বকেয়া টাকা মেটানোর। সেই হার কমিয়ে ৬ শতাংশ করে সুপ্রিম কোর্ট। যদিও রাজ্যের কোন আর্জি শোনা হয়নি বরং তাদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক