Actress Tonni Laha Roy lost her Mother

মায়ের হাত শেষ বার ধরে থাকার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতৃবিয়োগের খবর জানালেন ছোট পর্দার অভিনেত্রী তন্বী লাহা রায়। তার সেই আবেগঘন পোস্ট দেখে শোকের ছায়া ভক্তমহলে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। তবে এতোদিনের লড়াই শেষ করে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

অভিনেত্রী লিখেছেন, ‘মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেতো। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছো। তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে কম বয়সে চলে যেতে দেখেছো, মা-বাবাকে হারিয়েছো। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?’

আরো লিখেছেন, ‘তুমি আমার প্রথম নিঃশ্বাস দেখেছো। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। অক্সিজেন মাস্কের ভেতর থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে, আসতে আসতে আওয়াজ কমলো। নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম লড়াই করে ফিরছো বোধহয়। কিন্তু চোখের পাতা পড়ছে না তোমার। ডাক্তার এসে বললো, আর কিছু সময়। এতো কিছু করেও বাপী আর নিজেকে সামলাতে পারলো না। হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেলো।’

শেষ মুহূর্তে মায়ের হাতটা শক্ত করে ধরেছিলেন তিনি। তবে তাকে ধরে রাখতে পারলেন না। তিনি চলে গেলেন সারা জীবনের মতো। আর কাউকে ‘মা’ বলে ডাকতে পারবেন না এই অভিনেত্রী। তার সম্পূর্ণ পোস্ট জুড়ে সেই আফসোসই ভেসে উঠেছে বারবার।

তার এই পোস্ট দেখার পর শোকের ছায়া ভক্তমহলে অভিনেত্রী দেবলীনা কুমার মন্তব্য করেছেন, ‘পড়ে খুব কষ্ট হলো। এই ক্ষতি সারাজীবনের। আন্টিকে যেটুকু দেখেছি, খুব স্নেহময়ী মনে হয়েছিল। ভালো থাকিস। শক্ত থাকিস।’ অন্যান্যরাও তাকে এই কঠিন সময়ে নিজেকে শক্ত রাখার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন,
*Harshaali Malhotra: CBSE-র দশমে কত নম্বর পেলেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’ হর্ষালি?
*ডায়াবেটিস রোগীরা নেমে চলুন এই নিয়ম