Harshaali Malhotra: সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় দুর্দান্ত নাম্বার পেয়েছেন হার্ষালি মালহোত্রা! ‘বজরঙ্গি ভাইজান’এর সেই ছোট্ট মুন্নিকে মনে আছে? যিনি এখন রীতিমতো কিশোরী। চলতি বছরই দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন তিনি। সম্প্রতি সকলের সাথে ভাগ করে নিয়েছেন তার পরীক্ষার ফলাফল।
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের একটি পোশাক পরে রয়েছেন। একের পর এক ট্রোলভরা মেসেজ হাত দিয়ে ছড়াচ্ছেন আর আনন্দে কেক কাটছেন। ক্যাপশনে লেখা, ‘জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’
আরও লেখেন, ‘নিজের মুদ্রাগুলিকে সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা। আমি আমার কত্থক ক্লাস, শ্যুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? পেয়েছি ৮৩ শতাংশ নম্বর।’
এছাড়া পর্দা এবং বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়েও কথা বলতে দেখা গিয়েছে তাকে। ধন্যবাদ জানিয়েছেন তাদের যারা তাকে সবসময় সমর্থন করেছেন তার প্রতি বিশ্বাস রেখেছেন। সাথে তিনি ট্রোলারদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। কারণ, তার পরীক্ষা নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল।
একজন কটাক্ষ করেছিলেন, ‘এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু কত্থক ক্লাসে যাও, আর রিল বানাও’। আরেকজন বলেছিলেন, ‘স্কুল যাও তো নাকি?’ সেসব কটাক্ষের জবাব দিতেই নিজের ফলাফল নিয়ে এই ভিডিওটি তৈরি করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন,
*সাউথ পয়েন্টই সেরা! CBSE দশমে ৩৫৯ জন টপকালো ৯০%, প্ৰথম দশের তালিকা
*কম বয়সী সঙ্গীকে মানিয়ে নেওয়ার নিয়ম, জানেন না অনেকেই