Haryanvi: স্টেজে উঠে ‘সুরমা কালা’ গানে অঙ্গ দেখিয়ে দুর্দান্ত কায়দায় নাচলেন হরিয়ানভি ড্যান্সার

Surma kala gane jubotir Haryanvi danch

Haryanvi: সম্প্রতি এবার একটি হরিয়ানভি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছায়া চৌধুরী নামক এক নৃত্যশিল্পী! যারা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কমবেশি সক্রিয় তারা প্রত্যেকেই জানেন কীভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করা যায়।

যেখানে কোনো ভিডিও বা ছবি পোস্ট হলেই সেটি পৌঁছে যায় সকলের কাছে। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে হরিয়ানভি নৃত্যশিল্পীরা মূলত দেশের বিভিন্ন জায়গায় ঘুরে স্টেজ শো করে থাকেন। সেরকমই একটি স্টেজে নাচতে দেখা গিয়েছে ছায়া চৌধুরীকে।

হলুদ রঙের একটি স্যুট পরে ‘সুরমা কালা’ গানে নাচতে দেখা গিয়েছে তাকে। তার নাচের স্টেপ এবং আবেদনময়ী এক্সপ্রেশন রীতিমতো ঝড় তুলেছে পুরুষ অনুরাগীদের বুকে। তাইতো সেখানে উপস্থিত দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এর আগেও একাধিক জায়গায় নাচতে দেখা গিয়েছে তাকে।

সেসব ভিডিও সমান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেরকমই এই ভিডিওটি দেখে পছন্দ করেছেন সকলেই। উল্লেখযোগ্য, এর আগে হরিয়ানভি নাচের কথা বললে মূলত স্বপ্না চৌধুরীর কথাই মনে পড়তো সকলের। তবে তাকে টেক্কা দিতে এখন অনেকেই নেমে পড়েছেন এক্ষেত্রে।

ছায়া চৌধুরীর মতোন এমন অনেক শিল্পীরাই রয়েছেন যারা সমান জনপ্রিয়তা অর্জন করেছেন হরিয়ানভি গানে নেচে। অন্যদিকে নাচ, গান থেকে শুরু করে যে কোনো প্রতিভা থাকলেই আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন রাতারাতি। কারণ, সোশ্যাল মিডিয়া সেই সুযোগই করে দিয়েছে সকলের জন্য।

আরও পড়ুন,
*Bhojpuri: সুপারহিট গানে অক্ষরার সাথে রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও
*Viral: স্টেজ কাঁপানো পারফরমেন্স ৯০ বছরের বৃদ্ধা দিদিমার, হু হু করে ভাইরাল ভিডিও