Viral Video: The gorilla saved the life of the lion from the mouth of the python

Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নানান স্বাদের ভিডিও। তেমনই সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে তাজ্জব বনো গিয়েছেন সকলে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি পশুপাখির।

গভীর বন জঙ্গলে পশুপাখিকে বেঁচে থাকতে গেলে প্রতিদিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়। তেমনই সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিও সেইরকম।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গভীর বনের মধ্যে এক পাইথন সাপ ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার আশেপাশে সিংহের দলকেও দেখা গিয়েছে। তবে সিংহ ধীরে ধীরে পাইথনের সামনে চলে আসে। এরপর পাইথন সাপটি সিংহকে আক্রমণ করতে উদ্যত হয়। এদিকে সিংহ পাইথনের ছোবল থেকে বাঁচতে পালাতে চায়।

এভাবেই তাদের দু’জনের মধ্যে একে অপরের প্রতি লড়াইয়ের মনোভাব দেখতে পাওয়া গিয়েছে। পাইথন সাপেদের মধ্যে অন্যতম বিষাক্ত সাপ। এটি ছোবল মারার সঙ্গে সঙ্গে তার বিষ উগড়ে দেয়। এরফলে তার সামনে থাকা শিকারকে সে তার বিষের সাহায্যে আক্রমণ করে।

পাইথনের বিষের সাহায্যে আক্রান্ত কোনো পশু বা কোনো মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না৷ ভাইরাল ভিডিওতে এই বিষাক্ত সাপের সঙ্গে সিংহের লড়াই দেখে সকলেই তাজ্জব বনে গিয়েছেন। প্রচুর মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।