ডিসেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনে নিন

ডিসেম্বর মাসে মোট ১০ দিন দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও অনলাইন ব্যাঙ্কিং-এর সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্কগুলি। এর ফলে গ্রাহকেরা আশ্বস্ত হয়েছেন। চলতি মাসে নভেম্বরে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। এবার ডিসেম্বর মাসে তা ১০ দিন হয়েছে। সম্প্রতি রিসার্ভ ব্যাঙ্কের তরফে সারা বছরের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়। তেমনই নতুন অর্থবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তাহলে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে –

ডিসেম্বরের প্রথম দিন অর্থাৎ ১লা ডিসেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন রবিবার তাই দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩রা ডিসেম্বর বন্ধ ৎাকবে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস (পানাজি)। এরপর ৮ই ডিসেম্বর রবিবার হওয়ার কারণে গোটা দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ই ডিসেম্বর দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এরপর ১৫ই ডিসেম্বর রবিবার হওয়ার কারণে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২শে ডিসেম্বর রবিবার তাই দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৫শে ডিসেম্বর বড়দিন, এদিন গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮শে ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ২৯শে ডিসেম্বর রবিবার হওয়ার কারণে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অবশেষে ৩১শে ডিসেম্বর নিউ ইয়ার্স ইভ্ হওয়ার কারণে আইজল ও গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এর ফলে গ্রাহকদের পক্ষে তা সুবিধাজনক হবে। ব্যাঙ্কের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা বাকি দিনগুলিতে সেরে রাখা ভালো।