Ganga Dussehra: খুব শীঘ্রই ২০২৪ সালের গঙ্গা দশহরা। এই দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশহরা। পুরাণ মতে বলা হয় স্বর্গের দেবী গঙ্গাকে মর্ত্যে এনেছিলেন সাগর রাজার বংশধর রাজা ভগীরথ। এই তিথিতে পূর্ব ১০ জন্মের ১০ টি পাপ হরণ হয়। জেনে নিন কোন দিন পড়েছে গঙ্গা দশহরা।
জুন মাসের মাঝামাঝিতেই গঙ্গা দশহরা হতে চলেছে। আগামী ১৬ই জুন শুক্লপক্ষের দশমী তিথিতে পড়েছে। ১৬ জুন রবিবার দুপুর ২.৩২ মিনিট থেকে এই তিথি শুরু হচ্ছে। যা শেষ হবে ১৭ই জুন বিকেল ৪.৪৩ মিনিটে।
এদিন রয়েছে স্নান ও দানের বিশেষ মুহূর্ত। ১৬ই জুন ভোর ৪.০৩ মিনিট থেকে ৪.৪৫ মিনিট পর্যন্ত স্নান ও দানের শুভ মুহূর্ত রয়েছে। এছাড়াও বেশ কিছু বিরল শুভ যোগ এই দিনে আছে। জেনে নিন সেগুলি কী কী-
শুভ যোগ-
জ্যোতিষ গণনায় দেখা গিয়েছে এদিন হস্ত নক্ষত্র রয়েছে। এছাড়াও এই তিথিতে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ ও রবি যোগ। এই দিন গোটা দিনই থাকবে রবি যোগ। এছাড়াও বেলা ১০.২৩ মিনিট থেকে হবে সর্বার্থ সিদ্ধি যোগ। শাস্ত্রে বলা হয়েছে এই দিন গঙ্গাস্নান করলে দশ পাপ স্ফলন হয়। যার মধ্যে রয়েছে ৩ টি বাচিক পাপ, ৩ টি শারীরিক পাপ ও ৪ টি মানসিক পাপ।