স্বামীর জন্মদিনে একফ্রেমে রচনা-প্রবাল-প্রণীল, বিতর্ক শ্যাম্পেনে!

স্বামী প্রবালের জন্মদিনে ছেলেকে নিয়ে হাজির রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পার্টিতে ১৮ বছরের প্রণীলের শ্যাম্পেন পান নিয়ে শুরু নেটদুনিয়ার বিতর্ক।

একসময় সম্পর্কে ভাটা পড়লেও এখন অনেকটাই কাছাকাছি রচনা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী প্রবাল। একমাত্র ছেলে প্রণীলকে ঘিরেই রচনার জীবন। ছেলে যাতে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে না পড়ে, তাই ডিভোর্স নয়—সেপারেশনে থেকেও সম্পর্ক বজায় রেখেছেন রচনা।

সম্প্রতি স্বামী প্রবাল বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন রচনা ও তাঁদের ছেলে প্রণীল। সিলভার রঙা পোশাকে উজ্জ্বল রচনা, কেক কাটার মুহূর্তে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন স্বামীর পাশে। তবে চোখ কপালে তুলেছে এক দৃশ্য—বাবার জন্মদিনে শ্যাম্পেনের প্রথম ঢোঁক ছেলের মুখে তুলেছেন প্রবাল!

মাত্র ১৮ বছরের প্রণীলের শ্যাম্পেন পান করা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ সমালোচনা করেছেন, কেউ আবার বলছেন, “এটা পরিবারের বিষয়, এত বাড়াবাড়ি কেন?” এই বিতর্কে রচনা এখনো পর্যন্ত নীরব।

প্রবাল ‘লেডিবাগ টেলস’-এর কর্তা, এর আগে সাহারা ইন্ডিয়া পরিবারের পূর্ব ভারতের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে ফিটনেস ফ্রিক এই ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় নিয়মিত জিম ভিডিও শেয়ার করেন। অন্যদিকে, রচনা সাম্প্রতিক এক পডকাস্টে বলেছেন—“আমি চেয়েছি, আমার ছেলে দেখুক বাবা-মা বন্ধু হয়েও থাকতে পারে।”

বিনোদন
Subhasree: মহিলা কারাগারে গর্ভবতী সাংবাদিক অনুমিতা সেন! সত্যসন্ধান করতে পারবে কি সে? রইলো উত্তর

#RachanaBanerjee #ProbalBanerjee #Praneel #TollywoodNews #CelebrityGossip #BengaliNews #ViralVideo #ChampagneControversy #RachanaFamily #EntertainmentNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক