২০ বছরের দাম্পত্য ভাঙ্গনের গুঞ্জন তুঙ্গে, হঠাৎ কি ইঙ্গিত দিলেন নীলাঞ্জনার ননদ রাই?

নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্তের ডিভোর্সকে কেন্দ্র করে বাচালতা তুঙ্গে। বেশ কিছুদিন হলো সেনগুপ্ত পদবী ব্যবহৃত করছেন না, নীলাঞ্জনা। এরপর থেকেই বাচালতা আরো তুঙ্গে। তারা যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কোন কথাবার্তা বলতে সম্মত নয়। এর মধ্যে ফেসবুকের পৃষ্ঠায় ছড়িয়ে পড়েছে নীলাঞ্জনার ননদ অথবা যিশুর দিদির একটি শেয়ার।

তবে সোশ্যাল মিডিয়ার পৃষ্ঠায় তার শেয়ারটিতে ঠিক কাকেই ইশারা করে ওটা বোঝা যায়নি। তবে উপাসনাদের অনেকেই দুইয়ে দুইয়ে চার চেষ্টা করেছেন। ফেসবুকের পৃষ্ঠায় যীশু সেনগুপ্তের দিদি রাই লেখেন, “এত মিথ্যে এত মিথ্যে…. সহ্য হবে তো? কোন এক সময় আমার কাজ নিয়ে অনেক জ্ঞান দেওয়া হয়েছিল।

আজ যদি জিজ্ঞাসা করি ওটাই থেকে থাকে, তাহলে কাজ ক্ষমা করবে তো? সত্যি কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না। সত্যিই যদি নিজের মুখে বের করতে পারতাম। ভগবানও জানে না ও ভুল করেছে।”

আলোচ্যে, বেশ কিছুদিন আগে একটি পডকাস্টে দেখা যায় নীলাঞ্জনাকে। ওইখানে তিনি বলেছেন, “প্রথমবার কর্মজীবন ত্যাগ করেছিলাম ভালোবেসে। মুম্বাই ত্যাগ করে কলকাতায় চলে গেছিলাম। তারপর আবারও বোম্বে ফিরে এসে কর্মে যুক্ত হব সেটা কখনো ভাবতে পারেনি। যদিও আমার কাছে অন্য কোন বিকল্প ছিল। আমি এই কথা মাকেও বলেছিলাম, মা বলেছিলেন, করার কোন প্রয়োজন নেই।”

এরপর তিনি অবশ্য আবারো নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আরম্ভ করেছিলেন । কিন্তু ওই সময় মেয়েরা বেড়ে উঠছিল, তার সাথে কাজের জন্য স্বামীর অর্ধেক সময় শহরে না থাকায় সেভাবে আর কাজটা সম্পূর্ণ করা হয়নি। তবে প্রযোজক হিসেবে দ্বিতীয় ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। তার প্রযোজিত সিরিয়াল গুলি এখন দর্শকের জনপ্রিয়।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক