বিধায়ক হয়েও রাজনৈতিক প্রেক্ষাপটে ‘হোক কলরব’, কোন অজানা গল্প তুলে ধরবেন রাজ? জানুন

গণেশ চতুর্থীর শুভলগ্নে সম্পন্ন হল রাজ চক্রবর্তীর আগামী সিনেমা ‘হোক কলরব’এর শুভ মহরৎ। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একাধিক ছবি থেকে শুরু করে ভিডিও। হয়তো যারা খেয়াল করেছেন তারা প্রত্যেকেই জানবেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের গন্ডগোলের ভিডিও দেখা গিয়েছে।

মূলত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী সেই মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন। যা দেখার পর কিছুই বুঝতে পারেননি দর্শকেরা। তবে সবটাই খোলসা হয়ে গেল তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে। ‘হোক কলরব’ সিনেমায় মূলত যুব সমাজের বিভিন্ন দিক উঠে আসবে। যুব রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে এই সিনেমা।

একজন পড়ুয়া কলেজে পাঠরত অবস্থায় ঠিক কী কী বিষয়ের মধ্যে দিয়ে যায় সেই কাহিনী তুলে ধরা হবে। এই সময় যেমন নিজের ভবিষ্যৎ গড়ার তেমনি রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রসমাজের। তবে রাজনৈতিক মতপার্থক্য কোন অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে সেই দৃশ্যও দেখা যাবে।

তবে এই সিনেমার কথা উঠে আসতে দর্শকদের মনে আরো একটি প্রশ্ন জেগে উঠেছে। যা হলো রাজ চক্রবর্তী নিজে একজন বিধায়ক শাসকদলেরই অংশ তিনি সেখান থেকে দাঁড়িয়ে তিনি ছাত্র রাজনীতিতে কি সবটা দেখাতে পারবেন? এই প্রশ্ন করা হয়েছিল পরিচালককে। তবে তিনি তার অকপটে উত্তর দিয়েছিলেন।

জানিয়েছিলেন, ‘আমি যখন সিনেমা তৈরি করি তখন শুধুমাত্র আমি একজন পরিচালক। আমি কোন পরিবেশে বড়ো হয়েছি, কোন পথে এগিয়েছি সব কিছুর প্রভাব থাকে আমার সিনেমায়। আমি একজন মানুষ হিসেবে সেগুলোর ব্যাখ্যা করবো। তবে রাজনৈতিক মানুষ হিসেবে রাজনীতি নিয়ে সিনেমা করা কঠিন। আমি সেখানে সব রাজনৈতিক দলের মানুষকেই দেখাতে চাই।’

তিনি এও বলেন এই সিনেমায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকবে। সবকিছু বিচার করে তিনি তার গল্পটা এখনই বলতে চান। এখন না বললে তা আর কোনোদিন বলা হবে না। অন্যদিকে এই সিনেমায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকবেন ওম সাহানী, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য প্রমুখ। শুধু তাই নয় এই সিনেমায় প্রচুর নতুন মুখও দেখা যাবে। ২০২৬ এর ২৩ শে জানুয়ারী এটি মুক্তি পাবে।

error: Content is protected !!