‘ধূমকেতু’ মুক্তি পাওয়া মাত্র অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। এই বিষয়ে এবার মুখ খুললেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর স্বামী তথা নামকরা পরিচালক রাজ চক্রবর্তী। চারিদিকে শুধুই দেব- শুভশ্রীর জয় জয়কার। বহু বছর বাদে এই দুই তারকাকে একসঙ্গে দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা।
তবে তাদের একসঙ্গে দেখার পর আরো বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। যেমন দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে একসঙ্গে দেখার পর হয়তো রাজের মোটেই ভালো লাগবে না। তবে সে সব ধারণাকে কিন্তু ভুল প্রমাণ করলেন পরিচালক। সম্প্রতি একটি ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
যেখানে রাস্তায় দেখা গিয়েছে রাজ-শুভশ্রীকে। মূলত স্ত্রীকে শ্যুটিং থেকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন তিনি। সেখানে তাকে প্রশ্ন করা হয় ‘ধূমকেতুর আড়াইশোটা শো হাউসফুল। তুমি কী বলবে?’ যা শুনে রাজ বলেন, ‘খুব ভালো। ভেরি গুড। এটা হওয়ার ছিল।’ শুভশ্রী বলেন, ‘এটা বাংলা ছবির জয়। দর্শকদের জয়। আমরা খুব খুব খুশি।’ রাজ আরো বলেন, ‘আড়াইশোটা শো হাউসফুল, এটা একটা রেকর্ড।’
সত্যিই তাই। টিজার, ট্রেলার মুক্তি পাওয়া থেকে শুরু করে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত দর্শকেরা যে উন্মাদনা দেখিয়েছেন তা টলিউডে আগে কখনো দেখা যায়নি। কারণ, দেব ও শুভশ্রীর জন্য মনে আলাদা জায়গা করে রেখেছিলেন ভক্তরা। দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে না দেখা গেলেও অবশেষে মনের আশা পূর্ণ হলো।
মুক্তি পাওয়ার আগের দিন নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সেখান থেকে আশীর্বাদ নিয়ে শুরু হয়েছে সিনেমা মুক্তির যাত্রা।। আর মুক্তি পাওয়া মাত্রই সেটি ইতিহাস তৈরি করেছে এমন সাফল্য বোধহয় আগে কখনো দেখেনি টলিউড।