মায়ের সাথে মিলিয়ে গোলাপী পোশাক পরে পুজোয় মেতে উঠলো ছোট্ট ইয়ালিনি! দেখুন ভিডিও

বাড়ির পুজোতে মায়ের সাথে মেতে উঠল ছোট্ট ইয়ালিনি। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার বাবা তথা জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। গত ৩০শে নভেম্বর ছিল তার জন্মদিন, এদিন একগুচ্ছ ছবি পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ।

সেদিনই তাদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথদেবের পুষ্পাভিষেক। এদিন গান-কীর্তনের মাধ্যমে পুজো সম্পন্ন হয়েছে তাদের বাড়িতে। তিনি সেই ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে শুভশ্রীর কোলে বসে রয়েছে ইয়ালিনি। মায়ের সাথে পুজো উপভোগ করছে সে।

বাড়িতে অন্যান্য বেশ কয়েকজনকে দেখা যায় কীর্তন করতে। শুভশ্রী এদিন পরেছিলেন গোলাপী রঙের শাড়ি। গায়ে সোনার গয়না, হাতে শাঁখা-পলা, সিঁথিভর্তি সিঁদুর! আদর্শ বঙ্গবধূ সাজে দেখা গিয়েছে তাকে। অন্যদিকে ইয়ালিনির পরনেও ছিল গোলাপী রঙের ঘাগড়া।

ভিডিওটিতে তাদের ছেলে ইউভানকেও দেখা গিয়েছে হেঁটে বেড়াতে। বাড়ির সকল সদস্যরাই এই পুজোতে মেতে উঠেছিলেন। আসলে এই জুটি যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের জন্য সময় দিতে কখনই ভোলেন না। যে কোন পুজো বা অনুষ্ঠানে একসঙ্গে সবার সাথে আনন্দ করেন তারা।

সেরকমটাই দেখা গিয়েছে। উল্লেখযোগ্য চলতি বছর এক বছর পূরণ করল ইয়ালিনি। এদিন রাজ এবং শুভশ্রী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হাসপাতালে সদ্যোজাত কন্যার একাধিক ছবি পোস্ট করেছেন। কখনো মায়ের কোলে, কখনো বাবার কোলে, আবার কখনো দাদার কোলেও দেখা গেছে তাকে। ইয়ালিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।