মুখে কেক মেখে একাকার ইউভান! ছেলের খুনসুটির দৃশ্য ভাগ করে নিলেন রাজ

বড়দিন মানেই বাচ্চাদের হুটোপুটি, আনন্দ, মজা। সমস্ত বাচ্চারাই কেক, উপহার নিয়ে উৎসবে মেতে থাকে। সেরকমই এবার আনন্দ করতে দেখা গেল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর পুত্র ইউভানকে। টেবিলের উপর উঠে মুখে কেক মেখে একাকার হয়ে উঠেছিল সে।

সম্প্রতি তারই একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন পরিচালক রাজ। যেখানে দেখা যায় লাল-সাদা পোশাক পরে রয়েছে ইউভান। টেবিলের উপর রয়েছে কেক, চকোলেট থেকে শুরু করে বিভিন্ন খাবার জিনিস। সেখানেই সে নিজের পছন্দ মতোন কেক খেতে শুরু করে।

শেষে দেখা যায় কেক খেতে খেতে মুখের চারপাশে মাখিয়ে ফেলেছে। এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। প্রত্যেকে ইউভানকে ভালোবাসা জানিয়েছেন। উল্লেখযোগ্য, কাজে যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারকে কখনোই সময় দিতে ভোলেন না রাজ।

সপ্তাহের শেষে দেখা যায় ছেলে-মেয়ে, স্ত্রীকে নিয়ে হই হই করে বেরিয়ে পড়ছেন এদিক-ওদিক। কখনো কোনো পার্কে যাওয়া আবার কখনো রেস্তোরাঁয় খেতে যাওয়া সবমিলিয়ে পরিবারের সাথে ভরপুর সময় উপভোগ করেন তিনি। এই বিষয়টি ভক্তদের অনেক বেশি আকৃষ্ট করে।

অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সন্তান।’ যেখানে বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই এই সিনেমা সুপারহিট। এমনকি অনেক দর্শককে হল থেকে কাঁদতে কাঁদতে বেরোতেও দেখা গিয়েছে। তাদের প্রত্যেকের মতে এটি সিনেমা নয় এটি বাস্তব ঘটনা। তাইতো এই সিনেমা দর্শকদের অনেক বেশি আকৃষ্ট করেছে।

error: Content is protected !!