আমিষ ছেড়ে সম্পূর্ণ নিরামিষাশী হলেন রনবীর কাপুর! পুরুষোত্তম রামের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম শুরু করেছেন অভিনেতা। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন তিনি। তাইতো জীবনে বড়োসড়ো পরিবর্তন এনেছেন। মহাকাব্য ‘রামায়ণ’ নতুনভাবে বড়ো পর্দায় আনতে চলেছেন পরিচালক নিতেশ তিওয়ারি।
যেখানে অভিনয় জগতের একগুচ্ছ তারকাদের দেখা যাবে। ভগবান রামের চরিত্রে থাকবেন রনবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং আরো অন্যান্য চরিত্রে দেখা যাবে রবি দুবে সানি দেওল, লারা দত্ত প্রমুখদের। যে কোনো ঐতিহাসিক সিনেমা মানেই অনেক বেশি চ্যালেঞ্জ থাকে অভিনেতাদের ক্ষেত্রে।
আরও পড়ুন,
সোশ্যাল মিডিয়ায় আল্ট্রা সাউন্ডের ভিডিও! তবে কি আবার মা হতে চলেছেন শুভশ্রী? জানুন
তেমনটাই হয়েছে অভিনেতা রনবীরের জন্যেও। যেহেতু তিনি সর্বকালের সর্বোত্তম পুরুষ রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন, তাই তাকে অনেক বেশি পরিশ্রমী হতে হয়েছে। জানা গিয়েছে তিনি সম্পূর্ণ নিরামিষাসী হয়ে গেছেন এবং মদ্যপান ছেড়ে দিয়েছেন। আপাতত সাত্ত্বিক খাদ্যাভাসের মধ্যে রয়েছেন তিনি।
আরও পড়ুন,
‘কিউট দুর্গা’! সমাজমাধ্যমে হু হু করে ছবি ভাইরাল
শুধু তাই নয় আরো কঠিন শরীরচর্চা এবং চরিত্রের মধ্যে আধ্যাত্মিক শৃঙ্খলাকে নিবেশ করার চেষ্টা করছেন। বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে পর্দায় ভগবান রামের পবিত্রতা এবং শারীরিক সৌন্দর্য্য প্রতিফলিত করার জন্যই তিনি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছেন নিজেকে।
উল্লেখ্য, আগামী বছর মুক্তি পাবে এই সিনেমার প্রথম অংশ। অনেকটা সময় নিয়ে পরিচালক এই সিনেমা তৈরি করছেন। আসলে নিজের ১০০ শতাংশ দিতে চান এই সিনেমায়। তাই তো সময় নিয়ে ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তিনি সিনেমাটি তৈরি করছেন। আর তাতেই সহযোগিতা করছেন সমস্ত কলাকুশলীরা।