মঞ্চ মাতাতে তারকার অভাব নেই বলিউডে, তবে দর্শকের মন জয় করার ক্ষেত্রে রণবীর সিংহের তুলনা পাওয়া দুষ্কর। পুরস্কার বিতরণী থেকে বিয়েবাড়ি— যে কোনও অনুষ্ঠানে নিজের উচ্ছ্বাস ও অভিনয়ের দক্ষতা দিয়ে পরিবেশ জমিয়ে তোলেন তিনি। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের একটি চলচ্চিত্র উৎসবে তাঁর স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসই ডেকে আনল নতুন বিতর্ক। ‘কান্তারা’ অভিনেতা ঋষভ শেট্টিকে সম্মান জানাতে গিয়ে অজান্তে তুলু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে রণবীরের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত চলচ্চিত্র উৎসবের সেই মঞ্চে। ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ ছবিতে ঋষভের পারফরম্যান্স বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দেবদেবীদের নানা রূপ ধারণ করে যেভাবে তিনি অভিনয় করেন, সেটিকে রণবীর সর্বদাই শ্রদ্ধার চোখে দেখেন। তাই মঞ্চে ঋষভকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। প্রশংসা করতে করতে হঠাৎই চামুণ্ডাদেবীর— তুলু সম্প্রদায়ের আরাধ্যা দেবীর— অভিনয় ভঙ্গিটি নকল করে দেখাতে শুরু করেন।
দর্শকাসনে বসে থাকা ঋষভ তখনই হাত নেড়ে, জিভ কেটে রণবীরকে থামতে অনুরোধ করেন। তিনি স্পষ্টতই জানিয়ে দিতে চান, এই রূপটিকে নকল করা বা বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা ঠিক নয়। কিন্তু রণবীর সেই সংকেত না বুঝে অভিনয় চালিয়ে যান। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।
এর পরই রণবীরের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীদের দাবি, তিনি গুলিগাদেবীর বোন চামুণ্ডাদেবী— যিনি চণ্ডী শক্তিরূপে পূজিতা— তাঁকে নিয়ে ‘হাসিঠাট্টা’ করেছেন। ফলে তুলু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
আরও পড়ুন
হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি সামান্থা-রাজ? প্রকাশ্যে তাঁদের গোপন পরিকল্পনা
পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে রণবীর দ্রুতই ক্ষমা প্রার্থনা করেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তাঁর উদ্দেশ্য ছিল কেবল ঋষভের অতুলনীয় অভিনয়ের প্রশংসা করা। এমন চরিত্রে অভিনয় করতে যে ধরনের গভীর নিমগ্নতা প্রয়োজন, একজন অভিনেতা হিসেবে তা তিনি গভীরভাবে অনুধাবন করেন বলেই মঞ্চে সেই উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল।
তিনি আরও জানান, ভারতের বহুমুখী ঐতিহ্য ও সংস্কৃতিকে তিনি গভীর সম্মান করেন এবং অজান্তে কারও অনুভূতিতে আঘাত লাগলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আরও পড়ুন
রাঁচীর সিএ নরেশ কেজরীওয়ালের ৯০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার, তিন রাজ্যে ইডির তল্লাশি
তবে রণবীরের ক্ষমা কি উত্তেজনা প্রশমিত করতে যথেষ্ট হবে? অভিযোগ প্রত্যাহার হবে, নাকি আইনিভাবে আরও জটিলতার মুখে পড়বেন তিনি— সেই উত্তর এখনো স্পষ্ট নয়। তবে শিল্পী হিসেবে শ্রদ্ধা জানাতে গিয়েও তিনি যে বিতর্কে জড়িয়ে গেলেন, তা নিঃসন্দেহে তাঁর জন্য অস্বস্তিকর।
আরও পড়ুন
ছেলেমেয়েরা কি সম্পত্তি থেকে বঞ্চিত? এদেরকেই কোটি কোটি টাকা দিয়ে গেলোনা ধর্মেন্দ্র