সূর্য ডোবার পর শনিবারের আকাশে দেখা মিলবে এক বিরল মহাজাগতিক দৃশ্যের। উজ্জ্বল লম্বা লেজওয়ালা জোড়া ধূমকেতু— ‘লিমন’ ও ‘সোয়ান’ —আলোকিত করবে কলকাতার আকাশ-সহ গোটা রাজ্য। শত শত বছর পর এই দুই ধূমকেতু আবার পৃথিবীর কাছে আসছে, এবং আশ্চর্যের বিষয়, দু’জনই একই দিনে— ২১ অক্টোবর, মঙ্গলবার—পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই বিরল দৃশ্য চোখে দেখা এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। এর মধ্যে ‘লিমন’ খালি চোখেই দেখা যাবে, আর ‘সোয়ান’-এর জন্য দরকার হবে সাধারণ দূরবীন।
খবর
Kolkata: কালীপুজোর আগে কলকাতার বাতাসে AQI ছুঁল ২৫০ — বাড়িতে শিশু, রোগী থাকলে সতর্ক হন
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর অধিকর্তা ড. সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, এই দুই ধূমকেতু পৃথিবী থেকে মাত্র ৭৫ লক্ষ কিলোমিটার দূরে থাকবে। তুলনায় সূর্য-পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। ফলে মহাজাগতিক মানদণ্ডে এই দূরত্ব অত্যন্ত কম।
জীবনযাপন
Kali Puja 2025: রাশি অনুযায়ী এই দান করলে মিলবে সৌভাগ্য, সম্পদ ও শান্তি! জেনে নিন কী দান করবেন আপনি
কোথায় দেখা যাবে
শনিবার সন্ধ্যায় ‘সোয়ান’ থাকবে স্কুটাম নক্ষত্রমণ্ডলের দিকে, ছায়াপথের কেন্দ্রে। সূর্য ডোবার সময় এটি আকাশে প্রায় ৫০ ডিগ্রি উঁচুতে, পরে ৪০ ডিগ্রির কাছাকাছি অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে দূরবীন দিয়েই সুন্দরভাবে দেখা যাবে।
অন্যদিকে, ‘লিমন’ থাকবে বুটিস কনস্টেলেশনের কাছে। সূর্যাস্তের সময় এটি থাকবে প্রায় ১৫ ডিগ্রি উপরে, আর ২১ অক্টোবরের দিন ১১ ডিগ্রি উচ্চতায় দেখা যাবে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই নজর রাখতে হবে পশ্চিম দিগন্তে। দিগন্তরেখার কাছাকাছি অবস্থানের কারণে দেখতে কিছুটা অসুবিধা হলেও, এটি খালি চোখেই দৃশ্যমান হবে।
শতাব্দীর প্রত্যাবর্তন
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ‘সোয়ান’ পৃথিবীর কাছে আসছে ৬৫০ বছর পরে, আর ‘লিমন’ ফিরে আসছে প্রায় ১,৩৫০ বছর পর। এত দীর্ঘ ব্যবধানে একই দিনে তাদের পৃথিবীর কাছে আগমনকে একেবারেই ‘বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা’ বলেই আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
উর্ট ক্লাউডের দূত
এই দুই ধূমকেতুই এসেছে উর্ট ক্লাউড নামের অঞ্চলের থেকে—যা প্লুটোর অনেক দূরে অবস্থিত সৌরজগতের প্রান্তভাগে। কোটি কোটি বছর আগে সৌরজগতের গঠনকালে সেখান থেকেই বরফ ও গ্যাসের সংমিশ্রণে তৈরি হয় এই ধূমকেতুগুলি। সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে তাপ ও বিকিরণে তাদের দেহের বরফ বাষ্পীভূত হয়ে গ্যাসীয় লেজ তৈরি করে, যা চোখে দেখা যায় উজ্জ্বল আলোর রেখা হিসেবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, শনিবারের এই দৃশ্য এক জীবনে একবারই দেখা সম্ভব। তাই আকাশ পরিষ্কার থাকলে সন্ধ্যার পর চোখ রাখুন দিগন্তে—লিমন ও সোয়ানের নাক্ষত্রিক নাচ মিস করবেন না।
#Kolkata